ব্যুরো নিউজ,৩ আগস্ট: আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদদের সম্মেলন শুরু হল। শনিবার ৩২ তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদের সম্মেলন ICAEর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানও উপস্থিত ছিলেন। ICAE-র সম্মেলনে ভারতের খাদ্য নিরাপত্তা বিশ্বের জন্য একসময় উদ্বেগের বিষয় ছিল বলে প্রথমেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।
ICAE-র সম্মেলনে কি বললেন প্রধানমন্ত্রী?
বাংলার ন্যাশনাল হাইওয়ে যোগাযোগে নতুন দিশা, ঝকঝকে হাইস্পিড করিডর,মোদিকে ধন্যবাদ শুভেন্দুর
দীর্ঘ ৬৫ বছর পরে ভারতে আইসিএইর আয়োজন হলো। দেশ যখন সবে স্বাধীনতা লাভ করে, ঠিক তখন ভারতে আইসিএই সম্মেলন হয়েছিল। এই অনুষ্ঠানের লক্ষ্য হলো গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারিত্ব জোরদার করা, ডিজিটাল কৃষি এবং টেকসই কৃষি, খাদ্য ব্যবস্থার অগ্রগতি, ভারতের কৃষি ক্ষেত্রে অগ্রগতি প্রদর্শন করা। ICAE-র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভাষণে বলেন, ভারত যখন সবেমাত্র স্বাধীনতা লাভ করেছিল, শেষবার ভারতে আইসিএই সম্মেলন হয়েছিল। তখন ভারতের সামনে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ ছিল। আজ ভারত খাদ্য উদ্বৃত্ত দেশ। দুধ, ডাল, মশলার বৃহত্তম উৎপাদনকারী দেশ ভারত। আজ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং বৈশ্বিক পুষ্টি নিরাপত্তার সমাধান প্রদান করে চলেছে।
জেলবন্দি বালুর কীর্তিতে চক্ষু ছানাবড়া!হাসপাতাল থেকেই টাকা তোলার নির্দেশ, তথ্য ইডির
মোদী ICAE এর অনুষ্ঠানে আরো বলেন, একটা সময় ছিল যখন ভারতের খাদ্য নিরাপত্তা বিশ্বের কাছে উদ্বেগের বিষয় ছিল। আর এখন ভারতের ক্ষুদ্র কৃষকরা খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় শক্তি। প্রায় ৯০ শতাংশ পরিবার আছে, যাদের কাছে অল্প পরিমাণে জমি আছে। কিন্তু এই কৃষকরাই ভারতের অর্থনীতির কেন্দ্রবিন্দু। ভাষণে মোদী আরো জানিয়ে দেন, ভারত আজ খাদ্যশস্য, সবজি, ফল, তুলা, চিনি, চা সহ বিভিন্ন খাদ্যদ্রব্যের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ। আমাদের কাছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি রয়েছে, যিনি কৃষকদের শক্তি জুগিয়ে স্বাধীনতা আন্দোলনে যুক্ত করেছিলেন,ICAE-র বক্তব্যে স্মরণ করিয়ে দেন মোদী।