ব্যুরো নিউজ,১৫ জুলাই: ব্যাংক, পোস্ট অফিস বা অন্যান্য ফিনান্সিয়াল অর্গানাইজেশনে টাকা জমানোর পাশাপাশি বর্তমানে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট (Mutual Fund Investment) এর দিকে ঝুঁকছেন অধিকাংশ মানুষ। আর মিউচুয়াল ফান্ডে কেউ এককালীন টাকা ইনভেস্ট করেন, আবার কেউ SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। তবে অনেকেই ভাবেন মিউচুয়াল ফান্ড যেহেতু স্টক মার্কেট নির্ভর, তাই লাভ লোকসানের ব্যাপারে একটু চিন্তিত হয়ে পড়েন। এরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ ফান্ডের সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে, যেগুলি গত ৫ বছরের মধ্যে সেরা রিটার্ন দিয়েছে।
আয় করা টাকা জলের মতো খরচ হচ্ছে, কীভাবে টাকা জমাবেন, নয়া টিপস জেনে নিন
কোন মিউচুয়াল ফান্ড সেরা পারফর্ম করেছে?
অধিকাংশ মানুষ এককালীন বিনিয়োগের বদলে এসআইপি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। দেখা যাচ্ছে, এবার SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডগুলিতে গত ৫ বছরে দুর্দান্ত রিটার্ন পাওয়া গেছে। ফলে এসবিআই এর যেকোনো মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করাটা খুব একটা ঝুঁকির হবে না বলেই মনে করা হয়। গত ৫ বছরের মধ্যে মার্কেটে দুর্দান্ত পারফর্ম করেছে এস বি আই ফান্ডগুলি। SBI থিম্যাটিক ইক্যুইটি ফান্ড গত ৫ বছরে ৪২.৪৮ শতাংশ এস আই পি রিটার্ন দিয়েছে। সেরা মিউচুয়াল ফান্ড হিসাবে উঠে এসেছে।
ঝোপ বুঝে কোপ!নজরে রাখুন এই কয়েকটি কোম্পানির শেয়ার
২০ হাজার টাকার SIP করে ৫ বছরে ৩৩.৫০ লক্ষ টাকা রিটার্ন হয়েছে। আরেকটি রয়েছে, এসবি আই এর কনট্রা ফান্ড। ৫ বছরে ৩৬.৫৪ শতাংশ এসআইপি রিটার্ন দিয়েছে। এর পোর্টফোলিওতে আবার মূল স্টক এর তালিকায় আছে, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই, নিফটি ব্যাঙ্ক। তবে মোটা টাকা প্রতি মাসে দিয়েই SIP করতে হবে এমনটা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে এসআইপি পদ্ধতির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
বি:দ্র:- মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। তাই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।