Dharmendra Pradhan on neet

ব্যুরো নিউজ, ২১ জুন : সম্প্রতি নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। বাতিল হয়েছে ইউজিসি-নেট পরীক্ষাও। তবে এই বিষয়ে উচ্চস্তরে কমিটি তৈরি করে তদন্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অন্যদিকে পড়ুয়াদের স্বার্থই সরকারের কাছে অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন,‘আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে সরকার পড়ুয়াদের স্বার্থরক্ষায় দায়বদ্ধ। এবিষয়ে কোনও রকম আপস করা হবে না। নিট পরীক্ষার ক্ষেত্রে বলতে পারি, বিহার সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছি আমরা। আমাদের বিস্তারিত রিপোর্ট পাঠাবে পাটনা পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী অসঙ্গতি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ। একথা বলতে পারি, জোরালো প্রমাণ পেলে কোনও অপরাধীই নিষ্কৃতি পাবে না।’

স্বস্তি পেয়েও বাড়ল অস্বস্তি, এখনই জেলমুক্তি নয় কেজরির
৮ জুলাই সুপ্রিম কোর্টের রায়ের দিকে নজর

BJP Helpline

প্রসঙ্গত, গত ১৮ জুন দেশের বিভিন্ন শহরে দুটি শিফটে ওএমআর মোডে জুন সেশনের UGC-NET পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রায় ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরদিন অর্থাৎ বুধবার একটি বিবৃতি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানানো হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে। পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপোস করা হয়েছে, সেই কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়। পাশাপাশি পরীক্ষা আবার নেওয়া হবে এবং সেই সংক্রান্ত তথ্য জানানো হবে বলেও বলা হয়। এই প্রসঙ্গে কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের চিন্তা না করার পরামর্শ দিয়ে বলেন, ‘এখনও পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ মেলেনি। অভিযোগ রয়েছে। যোগ্য কর্তৃপক্ষ সেগুলো খতিয়ে দেখছে। কিছু অভিযোগ ও আলগা তথ্য হাতে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের জন্য অপেক্ষা করা যেতে পারে। ৮ জুলাই সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেই লক্ষ্য রাখা উচিত।’ এখন সবাই ৮ জুলাইয়ের অপেক্ষায় রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর