ব্যুরো নিউজ, ১১ জুন : শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর তা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য- রাজনীতি। এসএসসি, টেট, এমনকি পুরনিয়োগেও একাধিক কারচুপির অভিযোগ। যা নিয়ে মামলা- মোকদ্দমা তো কম হল না। আর এবার তার মাঝেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সিএজি বা ক্যাগ অডিট হতেই উঠে আসছে বড়সড় গরমিলের ইঙ্গিত।
নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী! একাধিক সিদ্ধান্ত! রাজ্য কি পাবে ১০০ দিনের টাকা?
ক্যাগের প্রাথমিক অডিট রিপোর্টে আসতেই বিস্মিত উপাচার্য দীপককুমার রায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিল্ডিং সংস্কার, পুকুরের আধুনিকীকরণ-সহ একাধিক ক্ষেত্র মিলিয়ে প্রায় ২ থেকে ৩ কোটির টেন্ডারে গরমিলের ইঙ্গিত মিলেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
২০১৫ সালে তৈরি হয়েছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। গত অগস্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে আসেন দীপককুমার রায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে নিয়োগ করেন। দীপককুমার রায় উপাচার্য হিসাবে দায়িত্ব নেওয়ার পর তাঁর আবেদনের ভিত্তিতে ক্যাগের অডিট শুরু হয়। এত বছরে কেন ক্যাগের অডিট হল না? সে নিয়েও প্রশ্ন তোলেন উপাচার্য।
এছাড়াও বেশ কয়েকটি টেন্ডার নিয়ে প্রশ্ন উঠছে বলে জানান উপাচার্য দীপককুমার রায়। যদিও এখনও চূড়ান্ত রিপোর্ট হাতে পাননি তিনি। চূড়ান্ত রিপোর্ট পেতে এখনও মাস দু’য়েক সময় লাগবে বলে জানান।