fire at progoti maidan

ব্যুরো নিউজ,  ৮এপ্রিল: আজ ভোরেই কলকাতায় আবার বিধ্বংসী আগুন। কলকাতার প্রগতি ময়দান এলাকায় আগুনে ভষ্মিভূত হয়ে গেল গোটা একটি গোডাউন।বাইপাসের ধারে প্রগতি থানার অন্তর্গত 12 নম্বর বয়িচ এলাকায় একটি ডেকোরেটার্স এর গোডাউনে আগুন লাগে।

সময় থাকতেই বাঁচুন স্ট্রোকের হাত থেকে!জেনে নিন স্ট্রোকের লক্ষন ও কারণ

স্থানীয় এলাকাবাসীদের থেকে জানা যাচ্ছে ভোর ৬টা ১০ নাগাদ হঠাৎই তারা ওই গোডাউন থেকে কালো ধোঁয়া দেখতে পায়। তারা জানান বাড়ির মহিলারা ভোরবেলা ঘুম থেকে ওঠে কালো ধোয়া দেখে তারা আতঙ্কে চিৎকার শুরু করেন। তারপর ভয়ংকর আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা গোডাউন। প্লাস্টিক গুদাম ও ডেকোরেটার্স  এর গোডাউন থাকায় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।আগুনের তীব্রতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। বাড়ি গুলির দেওয়াল আগুনের লেলিহান শিখায় কালো হয়ে যায় ।এলাকা ঘন জনবসতি পূর্ণ থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে।

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে পৌঁছায়। তবে গোডাউনের সর্বস্বই পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীরা জানান জলের ব্যবস্থা না থাকায় তারা কিছুই করতে পারেনি। পুকুর অনেকটা দূরে থাকায় পুকুর থেকে জল আনতে না আনতেই আগুন গ্রাস করে নেয় গোটা গোডাউন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর