ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: মহাকাশে গগনযান পাঠানোর পরিকল্পনা আগেই জানিয়েছিল ভারত গবেষণা সংস্থা ‘ইসরো’। এই মর্মে ২০১৯ সালে ইসরো ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার মধ্যে একটি মউ সাক্ষরিত হয়েছিলো।
ভোট ঘোষণার আগেই শুরু কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়াল লিখন
আর এবার সেই গগনযানে চেপে ৪ নভশ্চরের মহাকাশে পাড়ি দেবার কথা ঘোষণা করলো ওই ভারতীয় গবেষণা সংস্থাটি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরলের তিরুবন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে সেই ৪ নভশ্চরের নাম ঘোষণা করলেন।
সেই ৪ নভশ্চর হলেন ভারতীয় সেনার আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, গ্রুপ ক্যাপ্টেন বালাকৃষ্ণণ নায়ার, উইং কমান্ডার শুভাংশু শুক্লা, ও গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণণ। প্রধানমন্ত্রী এদিন তাঁদের নাম ঘোষণা করে ‘অ্যাস্ট্রোনট উইং’ পরিয়ে তাঁদের সংবর্ধনা জানান।
যেকোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় সক্ষম এই বায়ুসেনার আধিকারিকদের ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত বেঙ্গালুরুতে বায়ুসেনার নভশ্চর কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বায়ুসেনার আধিকারিকদের মধ্যে সেরা ওই ৪ জনকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বেছে নিয়েছে ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিন। ইভিএম নিউজ