ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর: সুড়ঙ্গ: উদ্ধার কবে?
টানা ১৬ দিন উত্তরাখণ্ডের সিলকিয়ারার টানেলে আটকে রয়েছে শ্রমিকেরা। পশ্চিমবঙ্গের ৩ শ্রমিক সহ আটকে পরা ৪১ জন শ্রমিক। কার্যত প্রহর গুনছে তাঁরা সুড়ঙ্গের বাইরে আসার। মোট ৫৭ মিটার দূরত্বের মধ্যে ৪৬.৮ মিটার পথ ৮০০ মিলিমিটার পাইপ ড্রিল করে ঢোকানো হয়েছে। আটক শ্রমিকদের কাছে পৌঁছাতে আর বাকি মাত্র ১০.২ মিটার। কিন্তু বাধ সেধেছে ওই পথে কিছু লোহার ফ্রেম, যাতে আটকে ভেঙ্গে গিয়েছে বিদেশ থেকে আনা অগার মেশিন। মেশিনের নানা যন্ত্রাংশ ভেঙ্গে গিয়েছে। তবে ভাঙ্গা অংশগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভেতরের লোহা গরম হয়ে যাওয়ায় শ্রমিকেরা ঢুকে গুহাপথ কাটতে পারছে না। সেই সঙ্গে বাধা হয়ে দাড়িয়েছে পরিবেশ ও প্রকৃতি। উত্তরাখণ্ডের ওই জায়গায় তাপমাত্রা নেমে দাড়িয়েছে ৪ ডিগ্রীতে। আকাশ মেঘলা। যখন তখন নামতে পারে বৃষ্টি। ম্যানুয়েল ড্রিলিংয়ের জন্যে প্রশিক্ষিত ১১ জনকে উড়িয়ে আনা হয়েছে। এদের বলা হয়, ‘র্যট মাইনাস’। এর অর্থ হোলো এরা ইঁদুরের মতো গর্ত কেটে এগোতে পারে। বাকি ১০.২ মিটার এরাই সুড়ঙ্গ কেটে পৌঁছাবে আটক শ্রমিকদের কাছে।
পড়ুয়াদের শারীরিক হেনস্তা! ইসলাম জিন্দাবাদ বলতে বাধ্য করল মুসলিম যুবকরা!
সুড়ঙ্গ থেকে ট্রলি করে ওই পাইপ দিয়ে বের করা হবে শ্রমিকদের। ড্রিলিংয়ের বজ্র বের করে আনতে থাকছে ভেসেল যা ট্রলির মতো চাকা লাগানো থাকবে। খেয়াল রাখা হচ্ছে সুড়ঙ্গের ছাদ যাতে ভেঙ্গে না পরে। অবশ্য অন্য একটি পথেও সুড়ঙ্গে ড্রিল শুরু হয়েছে। ইতিমধ্যেই আটক শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে পর্যাপ্ত খাবার, জল, ফল, পোশাক, অক্সিজেন, আলো ও সময় কাটাতে খেলার জন্যে লুডো ও তাস। বাইরে থেকে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তাদের আত্মীয়রা। তবে উদ্বিগ্ন তাদের পরিজন থেকে দেশবাসী। প্রশ্ন, আর কতদিন লাগবে? ইভিএম নিউজ