রাজীব ঘোষ, ৮ সেপ্টেম্বর: দাবিহীন ১ লক্ষ কোটি টাকা পড়ে | দাবি জানাতে পারেন আপনিও 

দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কে দাবিহীন প্রচুর পরিমাণে টাকা গচ্ছিত রয়েছে। এবার সেই দাবিহীন টাকার সন্ধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে জানিয়েছেন, তাদের গ্রাহকদের কাছ থেকে মনোনীত বা উত্তরাধিকারীর (Nominee) নাম চেয়ে নিতে হবে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী ব্যাঙ্কগুলিতে দাবিহীন টাকার পরিমাণ ৪৮ হাজার ২৬২ কোটি টাকায় পৌঁছে গিয়েছে, ২০২১-২২ আর্থিক বছর নাগাদ এই হিসাব এসে দাঁড়ায়। সমস্ত আর্থিক প্রতিষ্ঠানে দাবিহীন টাকার (Unclaimed Deposit in Multiple Bank) পরিমাণ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

অ্যাকাউন্ট খুললেই মালামাল! ঘোষণা ব‍্যাঙ্কের


আর সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিজার্ভ ব্যাংক UDGAM পোর্টাল চালু করেছে। যার মাধ্যমে যে কোনো ব্যক্তি দাবিহীন আমানতের সন্ধান করতে পারেন এবং পরবর্তীতে দাবিও জানাতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফে UDGAM ওয়েব পোর্টালে দেশবাসী তার পরিবার-পরিজনের দাবিহীন টাকা বিভিন্ন ব্যাঙ্কে খুঁজে পেতে সক্ষম হবেন। আর তার মাধ্যমে একাধিক ব্যাঙ্কে জমা থাকা সেই টাকার পরিমাণও জানতে পারবেন। কেন্দ্র চাইছে, আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের উত্তরাধিকারী ব্যক্তিদের খোঁজ করুক ও তাদের এই দাবিহীন টাকার সুবিধা প্রদান করুক। মনোনীত প্রার্থীর কাছে এই তথ্য নেই যে সময়সীমার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য একটি প্রচার চালানো উচিৎ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, দেশের বৃহত্তম বীমা সংস্থা LIC তেই ২১,৫৩৮.৯৩ কোটি টাকা দাবিহীন হিসেবে পড়ে রয়েছে।

এখনও পর্যন্ত এই পরিমাণ টাকার কোনও দাবিদার নেই বলেই জানা গিয়েছে। মিউচুয়াল ফান্ড হাউসগুলির কাছে ২০২১- ২২ সালে দাবিহীন টাকার পরিমাণ ১৫৯০ কোটি টাকা। এমনকি ৫০ হাজার কোটি টাকা দাবিহীন শেয়ারের মূল্য রয়েছে বলে অনুমান করা হয়েছে। তাতে আবার ৫৭০০ কোটি টাকার লভ্যাংশ রয়েছে।

পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ব্যাঙ্কে দাবিহীন টাকা জমা পড়ে রয়েছে। RBI- এর তরফে এই তথ্য পাওয়া গিয়েছে। Global Fintek Fest-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বক্তব্যে বলেন, ‘আমি চাই, ব্যাঙ্কিং সিস্টেম, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট-সহ সমস্ত আর্থিক ক্ষেত্রে গ্রাহকের টাকা নিয়ে যে লেনদেন করে, প্রতিষ্ঠানটি তাদের ভবিষ্যতের কথাও চিন্তা করে এবং সেটা নিশ্চিত করে। তাই গ্রাহকদের উত্তরাধিকারীর নাম ও ঠিকানা দিতে হবে। আর সেই লক্ষ্যে RBI UDGAM পোর্টাল চালু করেছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর