ব্যুরো নিউজ, ৫ সেপ্টেম্বর: বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া পদক্ষেপ হাইকোর্টের। অ্যান্টি র‍্যাগিং নিয়েও কড়া পদক্ষেপ। “যাদের সেমিস্টার শেষ তাদের ২৪ ঘন্টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ”। পাশাপাশি “বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং কমিটি বানাতে নির্দেশ” প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চর।

যেই বিশ্ববিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে নির্বাচন হয়নি সেখানে অবিলম্বে নির্বাচন করাতে হবে। সব দিক দেখেই নির্বাচন করতে হবে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও ছাত্র মৃত্যুর ঘটনায় উদবিগ্ন প্রধান বিচারপতি।

“যাদের সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে তাদের ২৪ ঘন্টার মধ্যে হোস্টেল ছাড়তে বলুন” বিশ্ববিদ্যালয়কে পরামর্শ প্রধান বিচারপতির। বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সৌম্য মজুমদারকে প্রধান বিচারপতি বলেন, “যাদের সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে তারা যাতে হোস্টেল ত্যাগ করে তা দেখতে হবে। রুমে রুমে গিয়ে তাদের খুজে ২৪ ঘন্টার মধ্যে বের করে দিন”। রাজ্য, বিশ্ববিদ্যালয়, ছাত্র ইউনিয়ন-সহ অন্যান্য সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

বিশ্ববিদ্যালয় আইনজীবী জানান, “বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

আপাতত বাতিল হচ্ছে না নিয়োগ : হাইকোর্ট

আগামী ১৯ সেপ্টেম্বর মামলার ফের শুনানি। মামলাকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, ” রাজ্যের অনেক গুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন সেখানে কোনও অ্যান্টি র‍্যাগিং কমিটিই নেই। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের কোনও নির্বাচন হয়নি দীর্ঘদিন ধরে”।

“যেই বিশ্ববিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে নির্বাচন হয়নি, সেখানে অবিলম্বে নির্বাচন করাতে হবে। সব দিক দেখেই নির্বাচন করতে হবে” নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চর। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এন্টি র‍্যেগিং কমিটি বা স্কোয়াড বানাতে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চর। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর