ইভিএম নিউজ ব্যুরো, ১২ অগাস্টঃ (Latest News) গত ৮ এবং ৯ আগষ্ট  ভারত সরকারের “সঙ্গীত নাটক আকাদেমি”র সহায়তায় মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিখ্যাত ‘কালচারাল অ্যান্ড মাল্টি এডুকেশন লিঙ্ক ইন আ্যকশন (ক্যামেলিয়া)’ সংস্থার উদ্যোগে বীরভূম জেলার স্বনামখ্যাত ‘রামপুরহাট স্প্যাস্টিক অ্যান্ড হ্যান্ডিক্যাপড সোসাইটি’র প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশের উদ্দেশ্যে মূকাভিনয় ও নাটক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল। পৃথিবীর সর্বপ্রথম কোভিড সেবাযোদ্ধা পথমূকাভিনয় শিল্পী তথা বিশিষ্ট সমাজসেবী ও নাট্য নির্দেশক সুজিত কুমার দাস এর মস্তিষ্ক প্রসূত এই মূকাভিনয় ও নাটক কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন তিনি নিজে এবং সহকারি প্রশিক্ষক হিসাবে ছিলেন তার দুই ছাত্র ছাত্রী ঋত্বিক হালদার ও ভাগীরথী চৌধুরী। মানসিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি প্রতিবন্ধী ইত্যাদি প্রায় ১৫ জন শিক্ষার্থী এই কর্মশালা তে অংশগ্রহণ করে। মূকাভিনয় ও নাটক মাধ্যমে প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের মানসিক ও শারীরিক বিকাশের কাজে সুজিত কুমার দাস দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করছেন। এই ধরনের কাজের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণ বিভাগ তাকে রাজ্যপাল মহোদয় কর্তৃক “প্রতিবন্ধীকতা যুক্ত ব্যক্তিদের কল্যাণে নিয়োজিত শ্রেষ্ঠ ব্যক্তি” র স্বর্ণপদক প্রদান করে।

২০১৪ সালে কোলকাতার রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব তাকে এই অভিনব সমাজসেবামূলক সাংস্কৃতিক কাজের জন্য “প্রিয়দর্শি চ্যাটার্জী মেমোরিয়াল অ্যাওয়ার্ড” প্রদান করে। প্রতিবন্ধীদের নিয়ে মূকাভিনয় ও নাটক কর্মশালা তে তার সুন্দর ভাবে প্রশিক্ষণ দেবার কৌশল পর্যবেক্ষণ করে ‘রামপুরহাট স্প্যাস্টিক অ্যান্ড হ্যান্ডিক্যাপড সোসাইটি’র কর্ণধার নুরুল ইসলাম ও সমাজকল্যাণ আধিকারিক অনন্যা সাহা ভূয়সী প্রশংসা করেন। কর্মশালার শুরুতে তাকে সংবর্ধিত করেন। কর্মশালা শেষে প্রতিবন্ধী ছাত্রছাত্রীগণ ভীষণ খুশী হয়েছে। বিদায় নেবার সময় তারা যথেষ্টই আবেগপ্রবণ হয়ে পড়ে। তাদের হৃদয় খুবই ভারাক্রান্ত হয়ে যায়। ওদের ছেড়ে চলে যাবার সময় সুজিত কুমার দাস ও তার সহকারী প্রশিক্ষকদের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য মন খারাপ করতে থাকে। সুজিত কুমার দাস জানালেন আগামীদিন এই ধরনের কর্মসূচী আরো বেশী করে গ্ৰহণ করবেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর