ইভিএম নিউজ ব্যুরো, ১ অগাস্টঃ (Latest News) এবার ডাক্তারির স্নাতকোত্তর পরীক্ষায় ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ উঠল মেডিকেল কলেজের বিরুদ্ধে। মেধা তালিকায় ১২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে সর্বাধিক নাম্বার উঠেছে ৯৫২। ৮০০ থেকে ৯০০ মধ্যে নম্বর পেয়েছেন ২৮ জন এবং ৭০০ থেকে ৮০০’র মধ্যে নাম্বার প্রাপক ২২৫ জন এবং ৬০০’র ঘরে নম্বর পেয়েছেন ৬৯৯ জন। পড়ুয়াদের এমন সাফল্যে উচ্ছ্বসিত তাদের শিক্ষকেরা। পড়ুয়াদের এ হেন নাম্বার দেখে বিস্মিত প্রাক্তন ও বর্তমান শিক্ষক চিকিৎসকদের বড় অংশ।

উল্লেখ্য, দিন কয়েক আগে প্রকাশিত হয়েছে চলতি বছরের এমডি এমএস পরীক্ষার মেধা তালিকা। অতীতের পরিসংখ্যান অনুযায়ী, ১০ থেকে ১৫ শতাংশ পড়ুয়া ৬০ শতাংশ নম্বর পেতে। আর সেখানে ৭৫ শতাংশ নম্বর পাওয়া অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন শিক্ষক চিকিৎসক মহলের একাংশ।

এই প্রসঙ্গে তারা বলছেন, রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশের হার বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মেধা তালিকা। আর এবার সেই চিত্র ধরা পরল ডাক্তারের স্নাতকোত্তর পরীক্ষায়। পাশাপাশি ডাক্তারির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গণটোকাটুকি, নম্বরে স্বজনপোষণেরও অভিযোগ আনেন চিকিৎসকদের একটি সংগঠন।

এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র বলেন, একসময় ৬০ শতাংশ নম্বর পেতে কাল ঘাম বেরিয়ে যেত। আর এখন মুড়ি মুড়কির মতো নম্বর পেয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। এত নম্বর দিয়ে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে মেধা বেড়ে গিয়েছে?

এই প্রসঙ্গে চিকিৎসকদের অভিযোগ, স্নাতকোত্তর পাশ করার পর এখন কাউন্সেলিং এর মাধ্যমে ‘বন্ড পোস্টিং’ দেওয়া হয়। সেখানেও নিজের কলেজের কিছু পড়ুয়াকে ধরে রাখতে গিয়ে নম্বরে স্বজনপোষনের অভিযোগ উঠেছে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর