ইভিএম নিউজ ব্যুরো, ১৭ জুলাইঃ (Latest News) কখনও টিপটিপ, কখনও আবার তুলনায় জোরে বৃষ্টি মহানগরে বর্ষার আগমন বুঝিয়ে দিয়েছে। কিন্তু তার পর গত কয়েক দিন যাবৎ আবার বৃষ্টির দেখা মিলছিল না।বেড়েছে অস্বস্তি। গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।সপ্তাহের প্রথম দিনেই ঘনিয়েছে দুর্যোগ, দিনভর তুমুল বৃষ্টি জেলায় জেলায়।
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে বর্ষা দক্ষিণবঙ্গের উপর খানিক সদয় হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়।এবং যা রবিবার থেকেই আরও শক্তিশালী হয়েছে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ওই ঘূর্ণাবর্তের কারণে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গের একাধিক জেলায়। যেটি আগামী ১৮ তারিখ ওই স্থানে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।পাশাপাশি আজ শহরের সর্বচ্চো তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলের জেলা গুলিতে এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দিনভর দফায় দফায় শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বলে জানিয়ে আবহাওয়া দফতর।পাশাপাশি ভারী বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পঙের দিকে নামতে পারে ধস। মালদা, কোচবিহার ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর। (EVM News)