ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মেঃ (Latest News) ক্যাম্পাস, শপিং মল, সিনেমা হল, রেস্তরাঁ কিংবা অফিস সব জায়গাতেই স্ত্রী-পুরুষ নির্বিশেষে আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ছেলে হলে রয়েছে মেল টয়লেট এবং মেয়ে হলে রয়েছে ফিমেল টয়লেট। কিন্তু কেউ যদি ছেলে কিংবা মেয়ে না হয়ে তৃতীয় লিঙ্গের কোনও মানুষ হন। তাহলে তারা কোন শৌচাগার ব্যবহার করবেন? কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন মল, রেস্তরাঁয় এই নিরপেক্ষ শৌচাগারের দাবি উঠেছে প্রায় বহু কাল থেকেই। আর এবার সেই লড়াইয়ে প্রথম স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তাই সেখানে গত সোমবার, ইংরেজি বিভাগে রুপান্তরকামী পড়ুয়া ও গবেষকদের জন্য খুলে দেওয়া হল নিরপেক্ষ শৌচাগার। তবে যাদবপুরের সর্বত্রই এ ধরনের শৌচালয়ের দাবি রয়েছে। ইংরেজি বিভাগে তা শুরু হওয়ায় স্বাগত জানিয়েছেন অনেকেই।
এই প্রসঙ্গে ইংরেজি বিভাগের প্রধান মনোজিৎ মণ্ডল বলেন, এই দাবি অনেকদিনের। যা আমরাই প্রথম শুরু করলাম। কারণ এই বিভাগের অনেকেই আছেন তারা অনেকেই লিঙ্গ পরিচিতিতে ছেলে অথবা মেয়ে নন।তাই ক্যাম্পাসটা সবার। এই প্রসঙ্গে কলা বিভাগের গবেষক বিদু চন্দর বলেন, ২০১৭ থেকে আমরা এই দাবি তুলে ধরেছি, এই দাবি শোনা হয়নি। তাই দীর্ঘ ৫ বছর পর ইংরেজি বিভাগ উদ্যোগী হওয়ায়টা অত্যন্ত আনন্দিত।
এই প্রসঙ্গে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, কেবল ইংরেজিই নয়, ক্যাম্পাসে আরও এমন শৌচালয় আগামী দিনে তৈরি করা হবে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অভাবনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনেকেই। (EVM News)