ইভিএম নিউজ ব্যুরো, ১৬ মেঃ ব্রিটেন থেকে কোহিনূর ফিরিয়ে আনতে রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে  দিল্লির সাউথ ব্লক (India’s Move To Bring Back Kohinoor)। আর যার ফলে গত শনিবার থেকে তার খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। শুধু কোহিনূরই নয়, বিদেশের নানা সংগ্রহশালায় থাকা একাধিক বহুমূল্য ধনদৌলত সরকারিভাবে এদেশে ফিরিয়ে আনতে চায় ভারত।

জানা গিয়েছে, একটি ব্রিটিশ ট্যাবলয়েডে প্রকাশিত তথ্য অনুযায়ী, নয়াদিল্লি এবং লন্ডনের ভারতীয় দূতাবাসের তরফে এই লক্ষ্যে তুমুল কূটনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সমস্ত আশায় জল ঢেলে দিল ব্রিটেন। এই প্রসঙ্গে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে কোহিনূর ফেরাতে তারা মোটেই ইচ্ছুক নন, উদ্যোগী তো নয়ই।

এই ব্যাপারে সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। তবে সবক’টি রত্নের হদিশ পাওয়া তো সহজ নয়। ছোটোখাটো নানা সংগ্রহশালা, ব্যক্তিগত সংগ্রাহক বা আর্ট গ্যালারির কর্তারা হয়তো বা অনুরোধে সাড়া দেবেন কিছুটা। কিন্তু সমস্ত জল্পনাই ঘিরে রয়েছে টাওয়ার অফ লন্ডনে থাকা বর্তমানে ১০৫.৬ ক্যারেটের রত্নসম্রাজ্ঞী কোহিনূরের দিকে।

জানা যায়, কোহ-ঈ-নূর, বা লোকমুখে “কোহিনূর” (Kohinoor)! নামের অর্থ, ‘আলোর পাহাড়!’ ঠিক কবে, কোথায় ১৮৬ ক্যারেটের এই অনির্বচনীয় রত্নটিকে পাওয়া গিয়েছিল, তার ব্যাপারে কোনও খবরই ছিল না। শোনা যায়, গোদাবরী অববাহিকায় কাকাটীয় বংশের রাজত্বকালে গোলকোণ্ডা খনিতে কোহিনূরের আবির্ভাব। তারপর বহু হাতবদল হয়ে এখন তার ঠিকানা টেমসের তীরে ‘টাওয়ার অফ লন্ডন’! আর যেটি ব্রিটিশ রাজপরিবারের রত্নভাণ্ডার।

উল্লেখ্য, কর্নাটকের নির্বাচনে বিজেপির হারের পর নতুন সমীকরণ তৈরি হয়েছে। আর যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উগ্রপ্রচার বা হিন্দুত্বের ফলে। বিজেপির তরফে করা ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা কাজে আসেনি। অনেকেই ভাবছেন, দেশজোড়া নতুন জাতীয়তাবাদের ধুয়ো তুলতে বিজেপি সরকার কোহিনূরের দারস্ত হতে পারে। ফলে কোহিনূর ফেরাতে পারলে নরেন্দ্র মোদী সরকার সেটিকে তাঁর সাফল্য বলেই প্রচার চালাবেন বলে মনে করছে বিরোধী দলগুলো।(EVM News)ইমরানের গ্রেফতারির পেছনে কে এই রহস্যময় নারী ?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর