ইভিএম নিউজ ব্যুরো, ৬ মেঃ বর্তমানে মানুষ চাকার গতিতে ছুটছে। অগ্রগতির রথে চেপে ছুটছে বিজ্ঞান। আর যতই প্রযুক্তিগত দিক থেকে উন্নত হচ্ছি আমরা, বাড়ছে নানান সমস্যা। বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং। আর যার ফলে দিনের পর দিন দিন চড়ছে তাপমাত্রার পারদ। বিজ্ঞানীরা শোনাচ্ছেন আশঙ্কার কথা। পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যা গ্লোবাল ওয়ার্মিং -এর প্রকোপে ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে। আর এর মধ্যেই এমন কিছু জায়গা রয়েছে যেগুলি আগামী ২০৫০ সালের মধ্যেই মানচিত্র থেকে চিরকালের জন্য মুছে যেতে চলেছে। এমনটাই বলছেন ভূতত্ববিদেরা।

এই তালিকার প্রথমেই আছে মাজুলি দ্বীপদ্বীপ। এটি হল আসামের একটি বিখ্যাত দ্বীপ। ১২০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এবং এখানে ২৬০ প্রজাতির পাখির দেখা মেলে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাটির ক্ষয়ের কারণে দ্বীপটি জলের তলায় চলে যেতে বসেছে। মনে করা হচ্ছে, আগামী ২০২৮ সালের মধ্যে এই দ্বীপটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।দ্বিতীয়টি হল হেমিস ন্যাশনাল পার্ক ও সিভিল সেন্টার। এটি হল লাদাখের বিলুপ্ত হওয়া ন্যাশনাল পার্ক। এই পার্কটি স্নো লেপার্ডের জন্য খুবই পরিচিত। বর্তমানে দেখাশোনার অভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চল হয়ে দাঁড়িয়েছে।তৃতীয়টি হল আমাদের অতি পরিচিত সুন্দরবন। পশ্চিমবঙ্গে অতি পরিচিত জায়গায় হল সুন্দরবন, যা শীঘ্রই বিলুপ্ত হতে চলেছে। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং ও দূষণ এবং আবহাওয়া পরিবর্তনের কারণেই এই অঞ্চলটিও একেবারে বিলুপ্ত হতে চলেছে।চতুর্থ নামটি শুনলে চমকে যাবেন। তাজমহল। সকলের অতি পরিচিত তাজমহলও বিলুপ্তির পথে হাঁটতে চলেছে। আমরা সকলেই জানি ঐতিহাসিক এই স্থাপত্যটি যমুনা তীরে নির্মিত। বর্তমানে প্রাকৃতিক কারণে কিন্তু যমুনার জল শুকিয়ে যাচ্ছে ফলে ভবিষ্যতে এটিও ভেঙে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর