
Suvendu Adhikari : মোদি সরকারের জনমুখী নীতি বাংলায় বিকৃত , পিছিয়ে পড়া হিন্দুদের অগ্রাধিকার হারানোর আশঙ্কা
ব্যুরো নিউজ ১১ জুলাই ২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ২০১৯ সালের জানুয়ারি মাসে অর্থনৈতিকভাবে দুর্বল সাধারণ শ্রেণির (EWS – Economically Weaker Section) জন্য ১০% সংরক্ষণের ব্যবস্থা পার্লামেন্টে অনুমোদন করে দেশবাসীর কাছে পেশ করেন। এই নীতিটি তফসিলি জাতি/উপজাতি (SC/ST) সংরক্ষণের মতো (যা বাবা সাহেব আম্বেদকরের অবদান), অথবা মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) সংরক্ষণের মতো (যা বিশ্বনাথ প্রতাপ