
আবুঝমাদে নকশাল দমন অভিযানে ২০ মাওবাদী নিকেশ
ব্যুরো নিউজ ২১ মে : ছত্তিশগড়ের আবুঝমাদে ঘন জঙ্গলের গভীরে নিরাপত্তা বাহিনীর এক বড় নকশাল-বিরোধী অভিযানে অন্তত ২০ জন নকশাল নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে, ২০২৫) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এই অভিযান শুরু হয়েছিল এবং এখনও তা চলছে। সাম্প্রতিক মাসগুলিতে নকশালদের বিরুদ্ধে এটি অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান। সূত্রের খবর, নারায়ণপুর, বিজাপুর এবং দান্তেওয়াড়া জেলার ত্রিমুখী বনাঞ্চলে গোলাগুলি চলতে থাকায় নক্সাল