কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, তামাকজাত দ্রব্যের উপর ৩৫% জিএসটিঃ দাম বাড়বে আরও!
ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:কোল্ড ড্রিঙ্কস, সিগারেট এবং তামাকজাত দ্রব্যের দাম শীঘ্রই বাড়তে পারে।মন্ত্রিগোষ্ঠী এসব ক্ষতিকারক দ্রব্যের উপর জিএসটি বাড়ানোর প্রস্তাব দিয়েছে।বর্তমানে, এসব দ্রব্যের উপর ২৮% জিএসটি ধার্য করা হয়, কিন্তু এবার তা বাড়িয়ে ৩৫% করার প্রস্তাব এসেছে।বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠী এই প্রস্তাব করেছে এবং আগামী ২১ ডিসেম্বর রাজস্থানে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। কলকাতা পুলিশের বম্ব