বিলুপ্তির পথে গ্রামীণ বাদাই গানের নবজাগরণ, করন্দা গ্রামে দু’দিনের উৎসবে মেতে উঠলেন মেঠো শিল্পীরা
ব্যুরো নিউজ ৭ নভেম্বর : পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে একসময় খুবই জনপ্রিয় ছিল বাদাই গান। সমাজ, প্রেম, প্রকৃতি এবং জীবনের বিভিন্ন রূপ নিয়ে রচিত এই ঐতিহ্যবাহী লোকগান বহু গ্রামে বিলুপ্তপ্রায়। মন্তেশ্বরের করন্দা গ্রামের মানুষ আবার ফিরিয়ে এনেছেন বাদাই গানের ঐতিহ্য। রাজ্যে রোগীদের রেজিস্ট্রেশন ফি একবারই পুরো গ্রাম আনন্দে মেতে ওঠে বেশিরভাগই দিনমজুর, খেতমজুর—যাদের দিন কাটে কঠোর পরিশ্রমে, সেই মানুষগুলোই আবার বাদাই গানের