ইভিএম নিউজ ব্যুরো, ২৬ জুনঃ (Latest News) ২ কোটি ভুয়ো রেশন কার্ড! কি উদ্দেশ্যে? রাজ্যে বাতিল প্রায় দু’কোটি ভুয়ো রেশন কার্ড। সার্ভে রিপোর্টে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনা চালু হওয়ার পরই বাংলায় ভুয়ো রেশন কার্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীর পর থেকে সেই সংখ্যাই মাত্রাতিরিক্ত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে একজন উপভোক্তা প্রতিমাসে যে খাদ্যশস্য বিনামূল্যে পেত সেই খাদ্যশস্য বাবদ ব্যক্তি প্রতি সরকারের খরচ হতো প্রায় ৩০ টাকা। অর্থাৎ এই দুকোটি ভুয়ো রেশন কার্ড বাতিলের ফলে সরকারের প্রতিমাসে সাশ্রয় হবে ৬০০ কোটি টাকা। অর্থাৎ বছরে সাশ্রয় হবে ৭২০০ কোটি টাকা। কিন্তু প্রশ্ন উঠেছে, কি করে মুড়ি মুড়কির মত এত পরিমান ভুয়ো রেশন কার্ড তৈরি হলো? এক ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড তৈরি হলো কি করে? মৃত ব্যক্তিদের নামের রেশন কার্ড এখনো বাতিল হয়নি কেন?

বিশেষজ্ঞদের মতে, রেশন কার্ডের সঙ্গে আঁধার সংযোগ, বায়োমেট্রিক ব্যবস্থা চালু করে আঙ্গুলের ছাপ নিয়ে রেশন কার্ড তোলার ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে এই বিপুল পরিমাণ জালিয়াতি রোধ করা গিয়েছে। নতুন এই পদ্ধতিতে রেশন কার্ডের সঙ্গে উপক্তার মোবাইল নম্বর যুক্ত হওয়ায় খাদ্যশস্য সংগ্রহের বার্তাও সহজে পৌঁছে যাবে তাঁদের কাছে। নতুন এই প্রক্রিয়ায় চোখের মণি যাচাই করবার পদ্ধতিও অবলম্বন করা হচ্ছে। এর ফলে যারা যোগ্য উপভোক্তা তারা নিজের রেশন নিজেই পাবেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর