ইভিএম নিউজ ব্যুরো, ২মেঃ হুগলী জেলার ৯ বর্গ কিলোমিটারের ছোট মহকুমা শহর চন্দননগর । ভারতবর্ষ ১৯৪৭ সালের স্বাধীনতা লাভ করলেও চন্দননগর স্বাধীনতা লাভ করে ১৯৫০ সালের ২রা মে। এর কারণ চন্দননগর ছিল ফরাসিদের উপনিবেশ। এজন্যই এ শহর ফরাসডাঙ্গা নামেও পরিচিত।

ইতিহাস প্রণেতা এবং ঐতিহাসিক-গবেষক ড. সুকুমার সেন মনে করেন যে, একসময় এই জনপদে চণ্ডীর মন্দির ছিল। তাই এই অঞ্চলকে বলা হত চণ্ডীরনগর। পরবর্তীকালে এই চণ্ডীরনগর নাম থেকেই চন্দননগর নামের উৎপত্তি ঘটেছে বলে মানে করা হয়। তবে এ নিয়ে দ্বিমতও রয়েছে বহুক্ষেত্রে ।

১৭৫৬ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হলে চন্দননগরে জলপথ ও স্থলপথে সাঁড়াশি আক্রমণ চালান লর্ড ক্লাইভ। ব্যাপক লুঠতরাজ হল চন্দননগরে। ইন্দ্রনারায়ণের বাড়ি লুঠ করেই প্রায় ৬৫ লক্ষ টাকার অলঙ্কার নিয়ে যায় ইংরেজরা। ইংরেজ সেনাদের গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল নন্দদুলালের মন্দিরও। প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল ইন্দ্রনারায়ণের প্রাসাদ।

ইংরেজশাসিত কলকাতার সঙ্গে পাল্লা দিয়েছে ফরাসিশাসিত চন্দননগরও। কলকাতার মতোই চন্দননগরে রয়েছে স্ট্র্যান্ড, বড়বাজার, বাগবাজার, বউবাজার। ফরাসি আমলে চন্দননগরের প্রভূত উন্নতি হয়। সেখানকার রাস্তাঘাট, নিকাশি সবেতেই ফরাসি দক্ষতার পরিচয় পাওয়া যায়। ফরাসি উপনিবেশ হওয়ায় স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীরা এখানে আশ্রয় নিতেন। আলিপুর বোমার মামলায় অভিযুক্ত হয়ে অরবিন্দ ঘোষ ও অন্যান্য বিপ্লবীরা এখানে আশ্রয় নিয়েছিলেন। শহিদ কানাইলাল দত্তর শৈশব কেটেছে এই শহরে। তাঁর ভিটে, তাঁর নামাঙ্কিত একটি বিদ্যালয় ও ক্রীড়াঙ্গন এই এখনো রয়েছে এই শহরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এই শহরে এসে থেকেছেন। তাঁতবস্ত্রের কেন্দ্র হিসেবেও চন্দননগরের নামডাক ছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনে ও বৈপ্লবিক সংগ্রামের ইতিহাসে চন্দননগর একটি অতি গুরুত্বপূর্ণ স্থান।

অন্যদিকে, কথিত আছে, ১৭৫৪ খ্রিস্টাব্দের বহু আগেই নদিয়ার মহারাজা স্বপ্নাদেশ পেয়ে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। আবার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র-র রাজত্বকালে তাঁর পৃষ্ঠপোষকতায় রাজা ইন্দ্রনারায়ণ চন্দননগরে দ্বিতীয় জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন।

চন্দননগরের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানালেন নেলিন কোলাসেন মন্ডল। বেলজিয়ামে জন্ম, বেড়ে উঠেছেন ফ্রান্সে, বহু বছর ধরেই চন্দননগরের বিখ্যাত মন্ডল পরিবারের গৃহিনী নেলিন কোলাসেন মন্ডলের কথায় উঠে এলো সেই ইতিহাস।(EVM News)ছোট্ট ঘরেই জন্ম নিয়েছে আকাশ ছোঁয়ার স্বপ্ন

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর