ইভিএম নিউজ ব্যুরো, ৯ অগাস্টঃ (Latest News)  বুধবারই  বদল আবহাওয়ার! উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাড়লেও দক্ষিণবঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমবে। অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। দুই-এক  পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা উত্তরের দিকে এগিয়ে গোরক্ষপুর এবং কোচবিহারের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃষ্টি পাবে। দিনভর শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। মাঝারি থেকে  ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে ফের একবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর