ইভিএম নিউজ ব্যুরো, ২ মেঃ এবার বিবাহ বিচ্ছেদের জন্য ৬ মাস অপেক্ষার করার আইনটি বাতিলের রায় দিল সুপ্রিম কোর্ট। রায়টিতে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে জানিয়েছে, যে যে সম্পর্কটি কোন ভাবেই থাকার নয়, বিচ্ছেদ অবশ্যম্ভাবী আর সেখানে ছয় মাস অপেক্ষা করাই বৃথা। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সোমবার এই রায় দিল সুপ্রিম কোর্ট ।

বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, এএস ওকা, বিক্রম নাথ এবং জেকে মহেশ্বরীর সাংবিধানিক বেঞ্চে এই ক্ষেত্রে বিচ্ছেদ অবশ্যম্ভাবী বলে চিহ্নিত করেছেন। সেই প্রসঙ্গে, সাংবিধানিক বেঞ্চের কাছে মামলায় হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারাটি নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। তাতে ডিভোর্সের নোটিস প্রদানের দিন থেকে বাধ্যতামূলকভাবে ছয় মাস অপেক্ষার কথা উল্লেখ করা হয়েছিল।

ওই অনুচ্ছেদে বলা হয়েছে, শীর্ষ আদালত বিচারাধীন কোনও মামলায় মনে করলে চলতি আইনের বিধান বদল, বাতিল, সংশোধন করতে পারেন।
মূল মামলাটি বেশ পুরনো। তাতে আর্জি জানানো হয়েছিল বিবাহ বিচ্ছেদের মামলার দ্রুত নিষ্পত্তিতে সুপ্রিম কোর্ট উল্লেখ্য, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিষয়টি সাংবিধানিক বেঞ্চকে পাঠানো করেছিল। গত বছর সেপ্টেম্বর পর্যন্ত শুনানির পর সাংবিধানিক বেঞ্চ রায়দান স্থগিত রাখা হয়েছিল। তাই সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, তারা বিশেষ ক্ষমতা হলে নিম্ন আদালত ও পারিবারিক আদালতকে নির্দেশ দিচ্ছে হিন্দু বিবাহ আইনে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ছয় মাস অপেক্ষা না করেই বিচ্ছেদ অনুমোদন করার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট(EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর