বৃদ্ধি
ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: সারের মূল্যবৃদ্ধি ও কালোবাজারির বিরুদ্ধে বিক্ষোভ ডেপুটেশন


মঙ্গলবার কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে বর্ধমানে কার্জন গেট চত্বরে বিক্ষোভ। জেলাশাসককে ৭দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হল। 
মানা হচ্ছে না প্রশাসনিক নির্দেশ! প্রশাসনের নাকের ডগা দিয়ে দেদারে বালি পাচার!

সারের মূল্যবৃদ্ধি ও কালোবাজারির বিরুদ্ধে মঙ্গলবার কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে বর্ধমানে কার্জন গেট চত্বরে বিক্ষোভ করা হয়। কমিটির সম্পাদক অনিরুদ্ধ কুন্ডুর অভিযোগ,পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে সার কিনতে গিয়ে চাষিরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। সারের যে দাম বস্তাতে লেখা আছে তার থেকে বহু পরিমাণ দাম বেশি নেওয়া হচ্ছে। সেটা প্রায় বস্তা পিছু ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এমনিতেই কেন্দ্রীয় সরকার সারের ক্ষেত্রে ভর্তুকি সরাসরি উৎপাদক কোম্পানিকে দিয়ে দিচ্ছে। ফলে তারা সারের ইচ্ছা মতো দাম নির্ধারণ করছে। তাই কৃষকরা সারের উপর ভর্তুকি পাচ্ছে না। ডিলাররা ইচ্ছামত দাম নিচ্ছে এবং বিল ছাড়াই সার বিক্রি করছে।

আবার ১০:২৬:২৬ সার কিনতে গেলে তার সাথে কোথাও অন্য সার বা তরল ইউরিয়ার বোতল অথবা অনুখাদ্য কিনতে বাধ্য করা হচ্ছে। সরকার বলেছে কোন চাষী যদি অভিযোগ করে তাহলে তারা ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু চাষিরা বহু পারিপার্শ্বিক চাপে ঠিকমতো অভিযোগ করতে পারছে না। এমনকি তারা সার কিনলে চালানও পাচ্ছে না, তাই সরকারের উচিৎ তাদের গোয়েন্দা দফতরকে কাজে লাগিয়ে অবিলম্বে সারের কালোবাজারি রদ করা।

অনিরুদ্ধ কুন্ডু দাবি করেন, সার কিনলে তার চালান দিতে হবে। সারের বস্তায় নির্ধারিত দাম ছাড়া বাড়তি দাম নেওয়া চলবে না। চাষ করতে গেলে যে সার প্রয়োজন তা ব্যতীত অন্য সার বা তরল কিনতে বাধ্য করা চলবে না। সার বিক্রয় কেন্দ্র গুলিতে নিয়মিত প্রশাসনিক নজরদারি রাখতে হবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর