ইভিএম নিউজ ব্যুরোঃ কবে তাঁদের কষ্টার্জিত টাকা ফেরত পাবেন আমানতকারীরা ? প্রশ্ন সেটাই । প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সুবিচারের আসায় দিন গুনছেন তাঁরা। সারদা , রোজ ভ্যালি সহ রাজ্যের বেশ কিছু বেআইনি অর্থ লগ্নি সংস্থায় বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন গরিব, মধ্যবিত্ত তথা আমানতকারীরা । প্রসঙ্গত , সারদা গোষ্ঠী প্রায় ২৪৫৯ কোটি টাকা তুলেছিল সাধারন আমানতকারীদের কাছ থেকে। এর মধ্যে এখনও আমানতকারীদের পাওনা ১৯৮৩ কোটি টাকা । সেই টাকা ফেরত নিয়ে কোনো হেলদোল নেই ইডি-সিবিআই এর । সম্প্রতি সারদা মামলায় সারে ৩ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে টুইট করেছে ইডি। ইডি সুত্রের দাবি পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে জমি, বাড়ি ও ব্যাঙ্ক আমানত মারফত তাঁরা এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সাম্প্রতিক অতীতে সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্তা রজত মাজুমদারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি । ইস্টবেঙ্গল ক্লাব কর্তা নিতু সরকারও এই মুহূর্তে জামিনে রয়েছেন । সারদা কর্তা সুদিপ্ত সেনের আইনজীবী ও পরামর্শদাতা ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী পি চিদাম্বরনের স্ত্রী নলিনী চিদাম্বরম । কেন্দ্রীয় সংস্থা এর আগে তাঁকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ।
সারদা কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় এই মুহূর্তে জেল বন্দি। এখন মুম্বাইয়ের ভারসোভা অঞ্চলের একটি বিলাসবহুল ফ্ল্যাট ,একটি সংস্থা , দক্ষিণ কলকাতার একটি পরিত্যক্ত শপিং মল ,শহরের বেশ কিছু জায়গায় চলতে থাকা সিন্ডিকেট ব্যবসাও নাকি ইডির নজরে এসেছে । তদন্তকারী সংস্থার হঠাৎ ঘুম ভাঙার পর তদন্ত প্রক্রিয়ার নিস্পত্তি কতো দ্রুত সম্পন্ন হয় সেই দিকেই নজর আমানতকারী তথা রাজ্যবাসীর।