ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: সাড়ে ৩ হাজার ওষুধ ড্রাগ টেস্টে ওতরাল না
প্রায় সাড়ে ৩ হাজার ওষুধ ফেল করলো ড্রাগ টেস্টে। মূলত যেসব ওষুধ পরীক্ষায় ওতরাল না সেগুলি জাল বলেই জানা গিয়েছে। তবে বেশিরভাগ ওষুধ আবার নির্দিষ্ট মানের নয়। ইতিমধ্যেই জাল ওষুধের কারবারিরা ধরা পড়েছে। তাঁদের সংখ্যা আড়াইশোরও বেশি। তবে সারা দেশের নিরিখে তা যথেষ্ট নয়। ২০২২- ২৩ অর্থবর্ষে ৭৯ হাজার ৭২৯ টি সন্দেহভাজন ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪২২ টি জাল। আর ২৯২১ টি নিম্নমানের।
বড়দিনের আগেই মেট্রোয় রেকর্ড যাত্রী
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারের পক্ষ থেকে দেশের বিভিন্ন আদালতে ৬৪২ টি মামলা রুজু করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে জানা গিয়েছে, ২০২১- ২২ এ ৮৮ হাজার ৮৪৪ টি সন্দেহজনক ওষুধ পরীক্ষা করে জানা গিয়েছে তাঁর ৩৭৯ টি জাল, আর ৫৪৫ টি নিম্নমানের। এ ব্যাপারে ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০০ টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যাবস্থাও নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ ডঃ শাম্ব সম্রাট সমাজদার জানান, ওষুধ জাল বা নিম্নমানের হোক তাতে রোগ সারেনা। জাল ওষুধের কারবার রুখতে রুগী স্বার্থের জন্য কড়া নজরদারির প্রয়োজন। আর অপরাধীদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। ইভিএম নিউজ