শীতের

ব্যুরো নিউজ, ১ নভেম্বর: শীতের আগমনে কি বৃষ্টির বাঁধা? কি বলছে হাওয়া অফিস? 

ইতিমধ্যেই বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। রাতের দিকে কিছুটা ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আবার কখনো কখনো কলকাতার আকাশে উঁকি ঝুঁকি মারছে মেঘ। তবে দুই বঙ্গের আবহাওয়া কিন্তু শুষ্কই রয়েছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আগমনে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। সপ্তাহান্তে কিন্তু দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল বৃষ্টি না হলেও শুক্রবার দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে  বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে শীতের পথে কাটা হচ্ছে বৃষ্টি। আগামী ২ দিনে দঃ বঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। ফলে আগামী কয়েকদিন দিনের তুলনায় রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯৪ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৪৪ শতাংশ।

‘মেরা যুবা ভারত’ কর্মসূচির ঘোষণা করলেন মোদী

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১, ২ ও ৩ নভেম্বর অর্থাৎ বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার উঃ বঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া কিন্তু শুষ্কই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। আগামী ২ দিনে দঃ বঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে।  ফলে আগামী কয়েকদিন দিনের তুলনায় রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর