ইভিএম নিউজ ব্যুরো, ২৬ মেঃ বাজারে এখন পঞ্চাশ পয়সা, এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা ও কুড়ি টাকার কয়েন চালু আছে। পঞ্চাশ পয়সার কয়েন অবশ্য ২০১৬-র পর আর বাজারে ছাড়া হয়নি। তবে যেগুলো আছে তা বাতিল হয়নি। কুড়ি টাকার কয়েনও বাজারে কম। চালু কয়েন হল এক, দুই, পাঁচ ও দশ টাকার কয়েন।
এবার নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিন না কি আসতে চলেছে নয়া চমক। উদ্বোধনের দিনই বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। আগামী রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তাঁর স্বপের প্রকল্প তথা নয়া ভবনের উদ্বোধনকে আরও স্বরনীয় করতেই না কি এই নয়া ভাবনা।দেশ এখন স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে। সেই উপলক্ষেই না কি এই নয়া ভাবনা। উদ্বোধনের পর কয়েনটি বাজারে খুবই স্বল্প পরিমাণে ছাড়া হবে, এমন কোথাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে হয়েছে। ভাইরাল হয়েছে বিভিন্ন নতুন নোট ও কয়েনের ছবিও।
প্রসঙ্গত : আইন অনুযায়ী ভারত সরকার সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত কয়েন বাজারে ছাড়তে পারে।
জেনে নেওয়া যাক কয়েনটির বৈশিষ্ট্যঃ
জানা গিয়েছে, কয়েনটির ব্যাস প্রায় ৮৮ মিলিমিটার এবং কয়েনটিতে থাকবে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিলেক ও দস্তার সংমিশ্রন।পাশাপাশি ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী, কয়েনটির ওজন হতে হবে প্রায় ৩৫ গ্রামের কাছাকাছি।আশা করি, এই পর্যন্ত প্রতিবেদনটি নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে পড়েছেন সকলেই।
তবে এবার জেনে নিন আসল কাহিনী। গোটা ব্যাপারটাই ভুয়ো। ভুল তথ্য হিসাবে বাজারে পরিবেশিত হয়েছে বলে জানিয়েছে আরবিআই এর একজন আধিকারিক। সেখানে বলা হয়েছে, এখনও পর্যন্ত RBI এই ধরনের কোন মুদ্রা বা নোট প্রকাশ করেনি। যে সমস্ত নতুন নোট এবং কয়েনের ছবি ভাইরাল হয়েছে তার জন্য কোনও আইনি দরপত্রও প্রকাশ করেনি।শুধুমাত্র আইনি টেন্ডার নোট অর্থাৎ রিজার্ভ ব্যাংকের দ্বারা বাজারে ছাড়া কয়েন বা নোট হল ২০০০, ৫০০, ২০০,১০০, ৫০, ২০, ১০ – যার মধ্যে আবার Rs. ২০০০ টাকার নোট নিষিদ্ধ করা হবে। (EVM News)