ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: রাস্তা সংস্কার: গ্রামবাসীদের সঙ্গে হাত মিলিয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান
প্রবল বর্ষণে জলের তরে ভেসে গিয়েছিল এলাকার রাস্তা। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল এলাকার ছাত্রছাত্রী সহ এলাকার কৃষকদের। একদিকে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে যেমন সমস্যা হচ্ছিল, ঠিক তেমনি কৃষি প্রধান এলাকায় ফসল ঘরে নিয়ে আসতে সমস্যায় পড়ছিলেন এলাকার কৃষকেরা।
এবার সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে। ইতিমধ্যেই রাস্তা নির্মাণের জন্য ধরা হয়েছে স্কিম। তবে তা অনুমোদনের অপেক্ষায় না থেকে এলাকাবাসী থেকে ছাত্রছাত্রী সকলের চলাচলের জন্য রাস্তা সংস্কারের উদ্যোগ নিল গ্রামবাসীরা।
মাটির বস্তা ও বাঁশ দিয়ে একটি হিম পাইপ বসিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামবাসীদের তরফে। গ্রামবাসীদের সঙ্গে হাত মিলিয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানও। ঘটনাটি গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকার।
এলাকাবাসীদের সাথে হাতে হাত মিলিয়ে মাটি কাটা থেকে শুরু করে মাটি ভরাট করার কাজে হাত লাগিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে খুশি এলাকাবাসী। ইভিএম নিউজ