অবশেষে গঙ্গার নীচে গড়াল কলকাতা মেট্রো

অবশেষে গঙ্গার নীচে গড়াল কলকাতা মেট্রো

ইভিএম নিউজ ব্যুরো, ১২ এপ্রিলঃ এসেই গেল সেই ঐতিহাসিক মুহূর্ত। কলকাতার মেট্রোর মুকুটে এবার নয়া পালক। বহু প্রতিক্ষার পর অবশেষে গঙ্গার নীচ দিয়ে ছুটল প্রথম মেট্রো। আগামী সাত মাস ধরে চলবে  এটির ট্রায়াল রান। বুধবার মেট্রোর দু’টি রেক গঙ্গার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ দিয়ে মহাকরণ থেকে পৌঁছল হাওড়া ময়দানে।

আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা বাংলা। গাঙ্গার নীচ দিয়ে প্রথম গড়াল মেট্রোর চাকা। আর যাত্রার প্রথম দিন মেট্রোতে সওয়ার হলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। হাওড়ায় পৌঁছনোর পর মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পুজো দেন।কেবলমাত্র আর সেতু নয় এবার সুড়ঙ্গপথেও জুড়ে গেল কলকাতা আর হাওড়া।

জানা গিয়েছে, মেট্রো ছুটবে জলের ৩২ মিটার নীচ দিয়ে। হুগলি নদীর নীচে ৫২০ মিটার  সুড়ঙ্গ পথ ৪৫ সেকেন্ডে অতিক্রম করবে। জলের নিচে প্রায় ১৯ মিটার গভীরে তৈরি করা হয়েছে এই মেট্রো টানেল। সুড়ঙ্গের মাথা থেকে নীচের অংশের ব্যবধান ৬ মিটার। ভূমিকম্প রোধক নানা প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এই প্রকল্পে। তাই এবার মহানগরীর সাফল্যের তালিকায় নবতম সংযোজন গঙ্গার নীচে মেট্রো সুড়ঙ্গ।

তবে কবে থেকে যাত্রীরা পাবেন এই পরিষেবা? তা নিয়ে উদ্বেল গোটা কলকাতাবাসী। জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই ট্রায়াল রান চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথ ৪.৮ কিলোমিটার । চলতি বছরের শেষেই যাত্রীবাহী মেট্রো চালাচল শুরুর কথা জানিয়েছেন মেট্রো আধিকারিকরা।এবং এটি ভারতের গভীরতম মেট্রো স্টেশন বলে চিনহিত করা হয়েছে।

এই প্রসঙ্গে মেট্রোর জেনারেল ম্যানেজার বলেন, ট্রায়াল রান সম্পূর্ণ হয়ে গেলেই চলতি মাসের শেষেই যাত্রীবাহী মেট্রো চলাচল  করতে পারবে এমনটাই আশা রাখছি আমরা। ( EVM News)ভারতে এইবছর গ্রীষ্মের তাপমাত্রা পৌঁছতে পারে ৫০ ডিগ্রীতে

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর