ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন
চিনারপার্ক আটঘরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১২ নাম্বার ওয়ার্ডের পৌরমাতা মমতা মন্ডল ও প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো।
ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেসকে ‘দোষারোপ’, আমাকে কিছু জানানোই হয়নি: মমতা
এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী। এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ১৫০ জন ছাত্র-ছাত্রীদের ব্যাগ ও মিষ্টি উপহার দিলেন তাঁরা।
১২ নাম্বার ওয়ার্ডের মধ্যে মাধ্যমিকে ২০২৩ সালে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রীকে নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী নিজের হাতে সোনার মেয়েকে পরিয়ে দিলেন সোনার আংটি। এছাড়া এই ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বই প্রদান করা হয়েছে।
তাঁরা ঘোষণা করলেন, ২০২৪- এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এই ওয়ার্ডের যে সমস্ত ছাত্র- ছাত্রীর মধ্যে যে সর্বোচ্চ নাম্বার পাবে তাকেও বিধায়ক সোনার আংটি পরিয়ে দেবেন। ইভিএম নিউজ