ইভিএম নিউজ ব্যুরো, ৮ মেঃ ( Latest News)  মশাবাহিত রোগের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের রিপোর্ট অনুযায়ী ২০২২-এ ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে বাংলা। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৭,২৭১ জন। ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাটাও নেহাত কম নয়, ৪০,৫৬৩

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গির উপসর্গের ক্ষেত্রেও এ বছর খানিকটা ফারাক দেখা যাচ্ছে। ডেঙ্গি  আক্রান্তদের মধ্যে অনেকেরই শরীরে জ্বর থাকছে না। তবে থাকছে ডায়েরিয়ার উপসর্গ। দেখা যাচ্ছে, রোগীদের ডেঙ্গি পরীক্ষা করানোর পর রিপোর্ট ‘পজ়িটিভ’ আসছে। চিকিৎসকেরা তাই রোগীদের ‘ব্লাড কালচার’ করার পরামর্শ দিচ্ছেন।

শহরাঞ্চলের পাশাপাশি জেলাগুলিতেও ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত দেখা দিচ্ছে। বাড়ছে মৃত্যুর হারও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে এনিয়ে সমীক্ষা করতে এলে, তাদের কাছে জেলা স্বাস্থ্য আধিকারিকদের ওপর ক্ষোভ উগড়ে দেয় মানুষজন।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ডেঙ্গি, ম্যালেরিয়া ও মশাবাহিত রোগ রুখতে সচেতনতার প্রচারেই জোর দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখতে।(EVM News)

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর