ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর: মণীশ সিসোদিয়াকে বেশি দিন জেলে রাখা যাবেনা| সাফ জানালো সুপ্রিম কোর্ট
আবগারি দুর্নীতিতে ধৃত দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়াকে অনির্দিষ্টকালের জন্য জেলে আটকে রাখা যাবেনা। সিবিআই ও ইডিকে একথা সাফ জানিয়ে দিলো দেশের শীর্ষ আদালত। আদালত বলেছে, অবিলম্বে আদালতকে জানাতে হবে যে তদন্তের অগ্রগতি কতদূর ও বিচার কবে শুরু হবে। মণীশ সিসোদিয়ার মামলা সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও এসভিএন ভাট্টির বেঞ্চে বিচারাধীন। বিচারপতির ডিভিশান বেঞ্চ দুই তদন্তকারী সংস্থার তরফে আদালতে হাজির অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে নির্দেশ দিয়েছে এই ব্যাপারে শীর্ষ কোর্টের কাছে নথিপত্র পেশ করতে।
৭২ বছর পর পাকিস্তানে খুলল হিন্দু মন্দির! এরপরেই চক্ষু চরকগাছ!
প্রসঙ্গত, ইডি ও সিবিআই মণীশের বিরুদ্ধে আংশিক চার্জশিট পেশ করেছে। ফলে চার্জ গঠন না হওয়ায় নিম্ন আদালতে শুনানি শুরু করা যায়নি। অন্যদিকে, সিসোদিয়া ১ বছরের বেশি সময় জেলবন্দি। বারে বারে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে কতদিন একজন অভিযুক্তকে বিনা বিচারে আটকে রাখা যেতে পারে।
সিসোদিয়াকে নিয়ে শীর্ষ আদালতের এই প্রশ্ন দুর্নীতির মামলায় আটক অন্য অভিযুক্তদের আইনি লড়াই সহজ করে তুলবে বলে মনে করছেন অনেকেই। এর আগে সুপ্রিম কোর্টের এই বেঞ্চ সিসোদিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ দেখে মন্তব্য করে, দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট নথি তদন্তকারীদের হাতে নেই। অল্প দিনের মধ্যেই মামলা খারিজ হয়ে যেতে পারে।
সোমবার শীর্ষ আদালতের ভৎসর্নার মুখে পরে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু জানান, ফৌজদারি দণ্ডবিধির ২০৭ ধারায় অভিযুক্তকে নথি সরবরাহ করার কাজ শুরুর পর শুনানি শুরু হবে। জবাবে সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেয় মঙ্গলবারের মধ্যে ইডি ও সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করতে হবে। সিসোদিয়ার জামিনের আবেদনের আর্জির বিরোধিতা করে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সরকারের ১৮ টি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। আবার অপরাধ আড়াল করতে তিনি প্রমাণও লোপাট করেছেন। ইভিএম নিউজ