ইভিএম নিউজ, ১৫ মার্চঃ এক তিরে ৬৪ লক্ষ্যভেদ। মাটি থেকে একবার নিক্ষেপ করলে একে প্রতিরোধ করা প্রায় অসম্ভব। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে দেশেই স্বল্পপাল্লার মাটি থেকে আকাশে নিক্ষেপ করা যাবে এমন ক্ষেপণাস্ত্র, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও বানিয়ে বড় সাফল্য অর্জন করলো। মঙ্গলবার ওড়িশার চাঁদিপুর ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র থেকে দুটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা সফল হয়েছে। যা ভারতের আকাশসীমার সুরক্ষায় এক নতুন পদক্ষেপ বলা যেতে পারে।
অতি স্বল্পপাল্লার ‘মাটি থেকে আকাশ’ এই ক্ষেপণাস্ত্রকে সামরিক ভাষায় বলা হয় ‘ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম’। এই ক্ষেপণাস্ত্র নীচ দিয়ে উড়ে যাওয়া শত্রুপক্ষের বিমান বা সশস্ত্র ড্রোন নিমেষেই চিহ্নিত করে ধ্বংস করতে পারে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা যতটা তার চেয়েও বেশী দূরে ছুটে গিয়ে টার্গেট ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, এই মিসাইল সিস্টেমে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিকালি-স্ক্যানড অ্যারে মাল্টিফাংশনাল রাডার সিস্টেম। যার ফলে অনেকদূর থেকেও শত্রুপক্ষের এয়ারক্রাফটের সন্ধান পাওয়া সম্ভব। দিনে বা রাতে আবহাওয়ার যে কোনও পরিস্থিতিতে কাজ করতে পারে এই মিসাইল।
ডিআরডিও এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে আকাশ। এটি প্রকৃতপক্ষে একটি বহুমুখি প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষের ক্রুজ জাতীয় ব্যালিস্টিক মিসাইল গুলিকেও আকাশে থাকাকালীনি ধ্বংস করতে পারে এই ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র।