ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: বাংলা আজ দু’টুকরো! রবিবাসরীয় ডুরান্ড কাপের ফাইনালে ‘বড় ম্যাচ’। মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। যুবভারতীতে খেলা শুরু বিকেল ৪টে থেকে।

১৯২১ সালে কোচবিহার কাপের ম্যাচে প্রথমবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই তখন থেকেই প্রায় ১০২ বছর ধরে চলে আসছে বাঙালির এই আবেগের ম্যাচ । ১৯৭৫-এর সেই ঐতিহাসিক ম্যাচই হোক বা ১৯৯৭-এর সেই ডায়মন্ড ম্যাচ অথবা ৭৭ সালের আকবরের ১৭ সেকেন্ডে করা গোলের সেই ম্যাচই হোক, ডার্বি জন্ম দিয়েছে একের পর এক নতুন নায়কের।

ব্যারেটোর জন্মদিনে মোহনবাগান V/S ইস্টবেঙ্গল

দুই দলের ফুটবলারদের লক্ষ্য থাকে এই ম্যাচেই নিজেদের ছাপিয়ে গিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল হওয়া। দিন পনেরো আগে মোহনবাগানের হেভিওয়েট দল ডুরান্ড কাপেই গ্রূপের ম্যাচে এই ইস্টবেঙ্গলের কাছে হেরে গিয়েছিলো ১ গোলে। তাই তাদেরও আজ প্রমান করার ম্যাচ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে যদিও কোচ জুয়ান ও আজ ডার্বিতে প্রথম নামতে চলা হেক্টর বলেছেন যে, শুধু সমর্থকদের কাছে ম্যাচটি বদলার। আমাদের কাছে নয়। কিন্তু মাঠে নামার পর গ্যালারির ওই শব্দব্রহ্ম থেকে নিজেদের পৃথক করার কথা মাথাতেও আনতে পারেনা দুই দলের কোচ ও ফুটবলাররা। তাই আজ বদলা নিতে ও মরশুমের প্রথম ট্রফিটা গঙ্গাপাড়ে আনতে গোয়া ম্যাচের একাদশেই ভরসা রাখছেন জুয়ান।

অন্যদিকে, ২০০৪ এর পরে প্রায় ১৯ বছর পরে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। শেষবার ২০০৪ এই ডুরান্ড ফাইনালে হয়েছিল ডার্বি। যে ম্যাচ জিতে নিয়েছিল লাল হলুদ। তাই আজ সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি চাইছে তারা। আজ মাঝ মাঠে ইস্টবেঙ্গলের প্রথম একাদশের একমাত্র বাঙালি সৌভিককে হয়তো দেখা নাও যেতে পারে। শেষ মুহূর্তের গোলে সমতা ফিরিয়ে পেনাল্টি শ্যুটআউটে নর্থইস্টকে হারানোর পরে বেশ আত্মবিশ্বাসী লাগছে কার্লোস ব্রিগেডকে। বহুদিন কোনও ট্রফি নেই লাল-হলুদ তাঁবুতে। তাই তারাও আজ ডুরান্ড ট্রফি লেসলি ক্লডিয়াস সরণিতে আনতে মরিয়া।

ফাইনালে যেই জিতুক, বহুদিন পর যে ডুরান্ড ট্রফি ফিরতে চলেছে কলকাতা তথা বাংলায়। সেই ব্যাপারে নিঃসন্দেহে গর্বিত হওয়ার বিষয় বাংলার ফুটবলপ্রেমীদের। কিন্তু, দুই প্রধানেই বাঙালি খেলোয়াড়দের অভাব স্পষ্ট চোখে পরার মতো। আরও বেশি বাঙালি ফুটবলাররা উঠে এলেই সমৃদ্ধ হবে ভারতীয় ফুটবল। সেই ব্যাপারেও চিন্তা ভাবনা করতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। কারণ, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেই হোক অথবা ফুটবলের ইতিহাসে বাঙালিদের অবদান অনস্বীকার্য।

একনজরে ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ (৪-৪-২)- গিল (গোলরক্ষক), চুংলুঙা, জর্ডান, খাবরা (অধিনায়ক), মান্দার, ক্রেসপো, নিশু, পার্ডো, নান্দা, মহেশ, সিভেইরো।

একনজরে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ (৪-২-৩-১)- বিশাল (গোলরক্ষক), শুভাশীষ (অধিনায়ক), আনোয়ার, হেক্টর, আশীষ, থাপা, সাহাল, হুগো, পেট্রেটস, আশিক, কামিংস। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর