রাজীব ঘোষ, ২১ সেপ্টেম্বর: ফ‍্যাশন বাজারের আইপিওতে বিনিয়োগের মোক্ষম সময় | মিলবে মোটা মুনাফা

দেশজুড়ে ফ্যাশন মার্কেটের ৩৭ শতাংশ বাজার মহিলাদের। ২০২১-২২ আর্থিক বছরে এই হিসাব জানা গেছে। বাজারের মোট পরিমান প্রায় ১.৫৩ লক্ষ কোটি টাকা। ২০২৬- ২৭ ফিন্যান্সিয়াল ইয়ারের মধ্যে ২১.১% থেকে বেড়ে ৩.৯৮ লক্ষ কোটি টাকার বাজার তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। আর মহিলাদের পোশাক বাজারের এই পরিসংখ্যানের নিরিখে দাঁড়িয়ে এই মুহূর্তে শাড়ি কোম্পানির আইপিওতে বিনিয়োগকারীদের বিডিং-এর সুযোগ রয়েছে।

বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ELSS ফান্ড | রিটার্ন জানলে চমকে যাবেন

হায়দরাবাদের সংস্থা Sai Silks-এর আইপিও সাবস্ক্রিপশন শুরু হয়েছে। এই সাই সিল্কস কোম্পানিটি দক্ষিণ ভারতের শীর্ষ ১০টি খুচরা বিক্রেতাদের মধ্যে অন্যতম। এই কোম্পানি মূলত শাড়ির বিভাগে যথেষ্ট জনপ্রিয়। তাই Sai Silks কোম্পানির আইপিওতে ৬০০ কোটি টাকার নতুন ইস্যুর পরিমাণ রয়েছে। শেয়ারের প্রাইস ব্যান্ড ২১০ থেকে ২২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই কোম্পানিতে বিনিয়োগ করতে চাইলে অন্ততপক্ষে ৬৭টি Equity শেয়ারের জন্য Bid করতে হবে। হিসাব অনুযায়ী, ২০২২- ২৩ সালে কোম্পানির আয়ের পরিমাণ ২০ শতাংশ থেকে বেড়ে ১৩৫১ কোটি টাকা হয়েছে। ট্যাক্স বাদ দিয়ে কোম্পানির মোট মুনাফার পরিমাণ ৬৯ শতাংশ বেড়ে ৯৭.৬ কোটিতে পৌঁছেছে।

সম্প্রতি কোম্পানিটি দক্ষিণ ভারতে নিজেদের স্টোরের নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে Sai Silks চারটি ফরম্যাটে স্টোর তৈরি করেছে। যেমন- কলামন্দির, Mandir, VaraMahalakshmi Silks ও KLM Fashion Mall প্রিমিয়াম। মধ্য আয়ভুক্ত ব্যক্তি ও কম দামের ফ্যাশনের উপরে কোম্পানিটি জোর দিয়েছে।

এই কোম্পানির আইপিও প্রসঙ্গে বিশেষজ্ঞদের একাংশ বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। তাদের কথায়, পোষাক বিভাগে কোম্পানিটির প্রতিযোগিতার পরিস্থিতি রয়েছে। গত কয়েক বছরেই সংস্থার মার্জিন ও রিটার্নের পরিমাণ লাফিয়ে বেড়েছে। Reliance Securities-এর তরফ থেকে বলা হয়েছে, সামনের কয়েক বছরে কোম্পানিটির স্টোর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ধারাবাহিক বৃদ্ধির আশা করা হচ্ছে, তাই এই IPO ইস্যুতে Subscription-এর পরামর্শ দেওয়া হচ্ছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর