করার

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: পৌষমেলা করার দাবি পৌষমেলা বাঁচাও কমিটির

এবারও হচ্ছে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট এই মেলা করে থাকে। সোমবারই বৈঠকে বসে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট। সেখানেই সিদ্ধান্ত হয় যে, হাতে সময় খুবই কম। তাই এবারও পৌষমেলা করা সম্ভব নয়।

স্থগিত ইন্ডিয়া জোটের বুধবারের বৈঠক 

এদিকে পৌষমেলা বন্ধের কথা ঘোষণা করা মাত্রই পৌষমেলা করার দাবিতে প্রতিবাদে নামে পৌষমেলা বাঁচাও কমিটি। প্রতিবাদে সামিল ছিলেন শান্তিনিকেতনের সাধারণ মানুষ, ব্যবসায়ীরাও।

করোনার সময় থেকে শান্তিনিকেতনের পৌষমেলা বন্ধ। পর পর তিন বছর হয়নি পৌষমেলা। এবার বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট মেলার উদ্যোগ নিয়েছিল। তবে  হাতে সময় কম ও পরিকাঠামোগত সমস্যার কারণ দেখিয়ে এবারও মেলার করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে কার্যত গেট ঠেলে ঢুকে বিক্ষভ দেখায় বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, পৌষমেলা অবিলম্বে করতে হবে। আগের উপাচার্য এই মেলা বন্ধ রেখেছিলেন, এখন তিনি নেই। এখন মেলা করতে হবে।

এক বিক্ষোভকারী বলেন, পাঁচদিন আগেও জানানো হল ওরা ছোট করে মেলা করবে। ছোট ছোট ব্যবসায়ীরা সেইমতো প্রস্তুতি নিয়েছেন। এখন মেলা করবে না বললে কেন মানা হবে? তিনি আরও জানান, “আমরা এই মাটি কামড়ে পড়ে থাকব। বসন্ত উৎসব, পৌষমেলা এখানকার সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অঙ্গ। এটাকে এভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায় না। আমরা গণঅবস্থান করব।” পৌষমেলা করার দাবিতে সোচ্চার পৌষমেলা বাঁচাও কমিটি-সহ শান্তিনিকেতনের সাধারণ মানুষ, ব্যবসায়ীরাও। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর