ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুনঃ (Latest News) বৃহস্পতিবার পাটনায় এসে পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এসেছিলেন তৃণমূলের  সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিম। সেখানে পৌঁছে তিনি দেখা করেন বিজেপি বিরোধীর সব দলের ভার প্রাপ্ত নেতা মন্ত্রীদের সঙ্গে। দেখা করার তালিকায় প্রথমে ছলেন প্রবীন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। দেখা করেই মমতা লালু প্রসাদ যাদবের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়। পিসির দেখা দেখি অভিষেকও প্রণাম করলেন।

শুক্রবার বৈঠকে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা। বৈঠকে পাশাপাশি বলেছলেন বিহারের দুই দাপুটে নেতা লালু প্রসাদ যাদব ও নিতীশ কুমার, হাসিমুখে তাঁদের কিছু একটা নিয়ে কথা বলতে দেখা যায়। সেই মজায় অংশ নেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েছুরিও।

সেই বৈঠকে আরও দেখা যায়, কেউ একে অপরকে দেখেই জরিয়ে ধরলেন, কেউ আবার গুরু জনের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। এ যেন এক সিখী পরিবার, বিরধীদের। পাটনায় বিরোধী জোটের বৈঠকে এমনই ছবি ধরা পড়ল বারবার। কখনও রাহুল গান্ধীকে জড়িয়ে ধরলেন লালু প্রসাদ যাদব, আবার অন্য এক রূপে দেখা মিলল মুখ্যমন্ত্রী মমতাকে। কখনও তিনি নীতীশ কুমারের সামনে হাতজোড় করে সৌজন্য প্রকাশ করলেন। কখনও আবার রাহুলের পিঠে হাত দিয়ে কিছু একটা বোঝালেন। বিজেপি বিরোধী সমমনস্ক রানৈতিক দলগুলির বৈঠকে সেই চিত্রই দেখা যায়।

এই বৈঠকে আবার দেখা যায় বাংলার রাজ্যপাল সি.ভি. আনান্দ বোসকে তোপ করতে। মুখ্যমন্ত্রী মমতার দাবী রাজ্যপাল সি.ভি. আনান্দ বোস এক অন্য বাংলা ছালাছে। এর পর পশ্চীমবঙ্গ দিবস প্রসঙ্গে রাজ্যপালকে চিঠি দেওয়ার কথাও তোলেন। এর পরক্ষনেই বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগও তুলতে দেখা যায়।

এখন দেখার এটাই যে, এতো জোট করে কি আদেও বিজেপিকে কাবু করতে পারবে বিরোধী দল গুলি। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর