ব্যুরো নিউজ, ১১ ডিসেম্বর: নিয়োগ দুর্নীতিতে নয়া টুইস্ট! মানিক ভট্টাচার্যের নিয়োগ অবৈধ জানাল UGC

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি হিসাবে তাঁর ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। এরপর তার ঠিকানা হয় শ্রীঘর।  ইতিমধ্যেই তিনি বিভিন্ন আর্জি জানিয়েছেন হেফাজতে থাকাকালীন। এমনকি তিনি ED-র বিরুদ্ধে বিচারপতির কাছে অভিযোগ জানান যে, তার আংটি, মাদুলি চাওয়ার পরেও তা ফেরৎ দিচ্ছে না ED। তবে এখানেই শেষ নয়। আব আয়েগা কাহানী মে টুইস্ট…

প্রথমে পর্ষদের প্রাক্তন সভাপতি হিসাবে মানিক ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও এখন চাঞ্চল্যকর তথ্য দিল ইউজিসি। ইউজিসি জানাল, মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল অবৈধ।

সুপ্রিম কোর্টে মহুয়া

ইউজিসি আদালতকে জানিয়েছে, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এই পদের যোগ্য ছিলেন না। ১৯৯৮ সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি ছিল। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় হলফনামা চাওয়া হয়েছিল ইউজিসির কাছে। এবার সেই হলফনামায় এই চাঞ্চল্যকর তথ্য হাইকোর্টে পেশ করল ইউজিসি।

প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ল’ কলেজের ছাত্র একটি মামলা দায়ের করেছিলেন। ল’ কলেজের অধ্যক্ষদের বেআইনি নিয়োগ-সহ নানা অভিযোগে দায়ের করা হয় সেই মামলা। অধ্যক্ষদের নিয়োগ ও যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। এদিন ইউজিসির হলফনামায় উল্লেখ করা হয়েছে, অধ্যক্ষ হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকা দরকার। আর যে যোগ্যতা থাকা দরকার তা মানিক ভট্টাচার্যের ছিল না। তাও উল্লেখ করা হয় ইউজিসির হলফনামায়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর