ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: ডেঙ্গু রুখতে একাধিক উদ্যোগ কলকাতা পুরসভার
রাজ্যজুড়ে ডেঙ্গুর বারবারন্ত। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার তরফ থেকে একাধিক উদ্যোগে নেওয়া হয়েছে। ডেঙ্গু রুখতে এদিন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার গাঙ্গুলি বাগান মোড় থেকে জনসচেতনতা পদযাত্রা করেন, দুপুর ১ টা ৩০ মিনিটে।
ফিরহাদ হাকিম জানান, “ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে কিছুই করা সম্ভব না। পুরসভা যথেষ্ট কাজ করছে। অতীন, দেবাশিষ রোজ সকাল সকাল বেরিয়ে পড়েন। তাছাড়াও কেন্দ্রীয় সরকারের অনেক জায়গা রয়েছে, যেখানে মশার আঁতুরঘর তৈরি হচ্ছে। রেলের জায়গাতেও তাই অবস্থা। পুরসভার কর্মীরাও কাজ করছে”।
স্বাস্থ্যবিভাগে কী ব্যাবস্থা নেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, “সব স্বাস্থ্য সেন্টার খোলা। ছুটি বাতিল হয়েছে। প্লেটলেট টেস্ট হচ্ছে, আগে এই টেস্ট হত না। কলকাতা পুরসভার অধিকাংশ জায়গার স্বাস্থ্যকেন্দ্রে এই প্লেটলেট টেস্ট করা হচ্ছে। ডেঙ্গু ট্র্যাকিং কার্ড করা হয়েছে। যতটা সম্ভব আমরা ট্র্যাক করছি”।
উত্তর কলকাতার থেকে দক্ষিণ কলকাতায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি কেন? জানতে চাইলে মেয়র জানান, “উত্তর কলকাতা যেহেতু প্রথম ব্রিটিশ আমল থেকেই ডেভলপমেন্ট। আর দক্ষিণ কলকাতার দিকে, প্রচুর খালি জায়গা। মানুষ ময়লা ফেলা বন্ধ করলে এখানেও সম্ভব”।
এদিন দিল্লিতে ধর্না চলাকালীন অভিষেককে তলব প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “আমরা চলি সম্মুখ প্রাণে কে ভয় করবে। আমরা ভয় করবো না ভয় করবনা”। ইভিএম নিউজ