ইভিএম নিউজ ব্যুরো, ৫ এপ্রিলঃ চা বাগান কি বিক্রি করার বন্দোবস্ত করতে চায় তৃণমূল সরকার? রাজ্য বিধানসভায় আনা একটি বিল ঘিরে তৈরি হয়েছে সেই রকমই সংশয়। আর সেই বিলের বিরুদ্ধে সবর হয়েছেন আদিবাসী সমাজ। এই বিল অনুসারে, রাজ্যের চা বাগানগুলোর লিজহোল্ড জমিগুলিকে ফ্রি হোল্ড করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। আর এতেই আশনি সংকেত দেখছেন আদিবাসীরা। তাদের আশঙ্কা, লিজহোল্ড জমিকে ফ্রি হোল্ড করে দিলে তা ইচ্ছামতো বিক্রি করা যাবে। এমনকি চা-বাগান এক জায়গায় অন্য কিছু গড়ে উঠতে পারে। তখন কাজ হারাবেন চা- শ্রমিকেরা এবং অনুসারী শিল্পে নিয়োজিত অন্যান্যরা। প্রতিবাদে এদিন মিছিল করেন আদিবাসী সমাজ।
এই অবস্থায় আদিবাসীরা দাবি তুলেছেন, অবিলম্বে ঐ বিল রিভিউ করা হোক। এই বিলে শ্রমিক স্বার্থ সম্পূর্ণ উপেক্ষিত। চা বাগান তুলে দিয়ে যদি কোনো কারখানা তৈরি হয়, তাহলে শ্রমিকদের কি হবে? তাদের চাকরির নিশ্চয়তা কি? প্রশ্ন তুলছেন আদিবাসীরা।
জমির অধিকারের দাবিও তুলেছেন আদিবাসী সম্প্রদায়। তাদেরকে ৫ ডেসিমেল করে জমির পাট্টা দেওয়া হয়েছে। কিন্তু তারা যেখানে থাকেন, সে সব জায়গা থেকে বেশ দূরে সেই পাট্টার জমি। আদিবাসীদের বক্তব্য , জঙ্গল কেটে চা বাগান তৈরি করেছেন তারাই। কাজেই নিজেদের জমি থেকে তাদের উচ্ছেদ করা যাবে না। যে জমিতে তারা বসবাস করছেন সেই জমির পাট্টাই তাদের দিতে হবে।
ইউনেটেড ফোরাম ফর আদিবাসী রাইস ( United Forum for Adivasi Rise) এর পক্ষ থেকে এই প্রতিবাদের মিছিলের আয়োজন করেছিল। এই মিছিল মাল্লাগুড়ি থেকে শুরু করে হিলকার্ট রোড পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে এসে শেষ হয়। সেখানে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি মহাকুমা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। প্রায় ৩৫-৪০ টি চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এদিন। (EVM News)