ইভিএম নিউজ ব্যুরো, ১৪ মার্চঃ রাস্তাঘাটে একটু অসাবধান হলেই যে কোনও বড় কিছু ঘটে যেতে পারে যে কোনও সময়ে । তাই গাড়ি চালানোর সময় সজাগ থাকতে হয় গাড়ির চালকদের। তবে কোনও কোনও সময় ক্লান্তির কারণে অনেকসময় ছোট খাটো ভুল হয়ে যায় অনেক সময়। এইদিকে গাড়িতে থাকে হাজারটারও বেশি পদ্ধতি। ফলে সবকিছু একসাথে সবকিছু মনে রাখা সম্ভব নয় গাড়ির চালকদের। তাই এবার কাজ আরও সহজ করতে মাইক্রোসফট ও জেনারেল মোটরের যৌথ উদ্যোগে বাজারে আসতে চলেছে এক আত্যাধুনিক প্রযুক্তির চ্যাট জিপিটি। ইতিমধ্যেই ড্রাইভার ও যাত্রীদের নিরাপদ রাখতে নতুন কি করা যায় তাই নিয়ে গবেষণা চালাচ্ছে অটোমোবাইল সংস্থাগুলি।
জেনে নেওয়া যাক চ্যাট জিপিটি আসলে কি?
চ্যাট জিপিটি হল একটি আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মডেল। যা সমস্ত রকমের কাজে পারদর্শী। আর সেটিকে কাজে লাগিয়েই ড্রাইভারদের কাজ সহজ করতে চাইছে জেনারেল মোটর। একজন ড্রাইভারের পক্ষে সমস্ত কিছু মনে রাখা সম্ভব হয়ে উঠে না । তাই সেই সমস্ত ক্ষেত্রে কাজে আসতে পারে এই চ্যাট জিপিটিটি। বর্তমানে বাড়িতে অনেক ধরনের ভয়েস কমান্ডের সুবিধা পাওয়া যায় । তবে এই নয়া প্রযুক্তির চ্যাট জিপিটিটি কি সুবিধা দিতে চলেছে? সেটাই দেখার বিষয় –
বলা হয়েছে, এই প্রযুক্তিটিতে শুধুমাত্র ভয়েস কমান্ডেরই সুবিধা থাকবে তাই নয়। থাকবে গাড়ির সুরক্ষা, নেভিগেশন, জ্বালানি দক্ষতা, মেইনটেনেন্স সহ একাধিক বিষয়। এছাড়াও রাস্তার অবস্থা কেমন, আবহাওয়া কেমন, ড্রাইভিং করার সময় কী কী নির্দেশিকা মেনে চলা উচিত ইত্যাদি। অর্থাৎ ড্রাইভারকে সব দিক থেকে সজাগ রাখতে সাহায্য করবে এই নয়া প্রযুক্তির চ্যাট জিপিটি। সুরক্ষার পাশাপাশি পথ প্রদর্শনের কাজে লাগবে এই চ্যাট জিপিটিটি। পাশাপাশি রাস্তার ট্রাফিক কতটা রয়েছে , গাড়ির বয়সসীমআর জন্য কতটা মেইনটেনেন্স রাখা দরকার সেই বিষয়েও জানাবে এই চ্যাট জিপিটি।