ব্যুরো নিউজ, ৯ ডিসেম্বর: ক্রিসমাস শব্দের উৎপত্তি | কেনই বা পালিত হয় ক্রিসমাস?
২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় ক্রিসমাস। এদিন যিশু খৃষ্টের জন্মদিন বলে মনে করা হয়। তবে ক্রিসমাস শব্দটির উৎপত্তি কথা থেকে, তা জানেন কি? ক্রিসমাস প্রথম কোথায় পালিত হয়? কেনই বা পালিত হয় ক্রিসমাস? কাটল জট! শান্তিনিকেতনে হচ্ছে পৌষমেলা ক্রিসমাস শব্দের উৎপত্তি ইংরেজি খ্রিস্টমাস (Christmas) শব্দটি "খ্রিস্টের মাস" (উৎসব) শব্দবন্ধটির যুগ্ম অর্থ থেকে উৎসারিত। শব্দটির ব্যুৎপত্তি ঘটে মধ্য ইংরেজি 'Christemasse' ও আদি ইংরেজি 'Cristes mæsse' শব্দ থেকে। 'Cristes mæsse' শব্দটির প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় ১০৩৮ সালের একটি রচনায়। আবার জানা যায় যে, গ্রিক আর লাতিন শব্দের সমন্বয়ে এই ক্রিসমাস শব্দটি। Cristes শব্দটি গ্রীক Christos এবং লাতিন missa থেকে এসেছে। আবার প্রাচীন গ্রীসের Christos বানানের প্রথম অক্ষরটি লাতিন অক্ষর X এর সমরূপ। আর তাই ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে X অক্ষরটি খ্রিস্টের নামের শব্দসংক্ষেপ হিসেবে ব্যবহার করা শুরু হয়। ক্রিসমাস প্রথম কোথায় পালিত হয়? ঐতিহাসিক নথিগুলি এই ইঙ্গিত দেয় যে, লাতিন আমেরিকায় প্রথম ক্রিসমাস পালিত হয়েছিল 1492-এর 25 ডিসেম্বর। উদযাপনটি হয়েছিল "লা হিস্পানিওলা" দ্বীপে, যেটি বর্তমানে হাইতি এবং ডোমিনিকান রিপাবলিক নিয়ে গঠিত। কেন ক্রিসমাস পালিত হয়? ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন করা হয় ১৬৬৮ সালে। শোনা যায়, জব চার্নক প্রথম বড়দিন পালন শুরু করেছিলেন। সূর্যের উত্তরায়ণ শেষ হয়ে শুরু হয় দক্ষিণায়ন। এদিন থেকে বেলা একটু একটু করে বড় হয়। সেই সঙ্গে শীতের প্রকোপও কমতে শুরু করে। এছাড়াও বিশ্বাস এই দিনেই যাবতীয় দুঃখ থেকে মুক্তি পেয়েছিল বিশ্ব। যে কারণে সবাই একে অপরকে উপহার দিয়ে আনন্দের সঙ্গে দিনটি পালন করে। প্রায় ২০০০ বছর আগে পৃথিবীর মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছিলেন যিশু। বড়দিনে তাই খ্রিসমাস ক্যারল, মোমবাতি, উপহারে তাঁকেই স্মরণ করে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। বিশ্বের অধিকাংশ দেশে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করা হলেও ব্যতিক্রম রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে ৭ জানুয়ারি পালন করে বড়দিন। ইভিএম নিউজ