ইভিএম নিউজ, ১০ মার্চঃ ‘সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়…’। আর ঠিক তেমনই সময়ের সাথে সাথে সমুদ্রের তলায় তলিয়ে যেতে চলেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জলস্তর নেমে যাওয়ার কারণেই ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে এই শহর। তাই বিকল্প পথের উদ্দেশ্যে এই রাজধানিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ইন্দো সরকার।

ইন্দোনেশিয়ার এই জাকার্তা শহর বিশ্বের জনবহুল দেশগুলির মধ্যে অন্যতম।মূলত এটি ভুমিকম্পপ্রবন একটি অঞ্চল। তবে জাকার্তার পরিবেশ দূষণের মাত্রাও বেরেছে অনেকটাই। এছাড়াও ভূগর্ভস্থ জল দ্রুততার সঙ্গে তুলে নেওার জন্যই আজ সমুদ্রের তলায় ডুবতে চলেছে এই শহর। বিজ্ঞানীদের আশঙ্কা ২০৫০ সালের মধ্যেই এই শহরের এক-তৃতীয়াংশ তলিয়ে যেতে পারে।

তবে এরইমধ্যে ইন্দোনেশিয়া সরকার ঘোষণা করেছে, জাকার্তা থেকে ২,০০০ কিলোমিটার দূরে বোর্নিওতে নতুন রাজধানী গড়ে তোলা হবে।তাঁর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পুরো কাজ শেষ হতে ২০৪৫ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এখনই কেউ এখানে প্রবেশ করতে পারবে না।

সূত্রের খবর, ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধিনতা দিবস। ২০২৪ সালের ১৭ আগস্টেই এই নতুন রাজধানীর উদ্বোধন করতে পারে সরকার। এছাড়াও জানা গেছে ঘন সবুজে ঢাকা এই শহর একটি কার্বন-নিউট্রাল শহর হিসেবেই পরিচিত থাকবে সবার কাছে। এই নতুনব রাজধানীর নাম হবে ‘নুসানতারা’।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর