কোজাগরী

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর: কোজাগরী শব্দের অর্থ কী? কীভাবে পুজো করলে হবেন ধন-সম্পত্তির অধিকারী?

কথাতেই আছে বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গা বিসর্জন হলেও ঘর-বাড়ি এবার নতুন ভাবে আল্পনায় সেজে উঠার পালা। ধূপ-ধুনোর গন্ধে কোজাগরী মায়ের আরাধনা।
বিরলতম সুড়ঙ্গ তৈরি করে গড়ল ইতিহাস!

কবে লক্ষ্মীপুজো? কত ক্ষণ থাকছে কোজাগরী পূর্ণিমা তিথি? জেনেনিন পঞ্জিকা কী বলছে...
দুর্গাপুজোর পর এবার কোজাগরী লক্ষ্মীপুজোর পালা। শারদপূর্ণিমায় ধনসম্পদদাত্রী দেবীর আরাধনায় মেতে উঠবে আপামর বাঙ্গালী৷

এই বছর কোজাগরী পূর্ণিমা ২৮ অক্টোবর  শনিবার৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে শনিবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ভোর ৪.১৭ মিনিটে৷ পূর্ণিমা তিথি থাকবে রাত ১.৫৩ মিনিট পর্যন্ত৷

কথিত আছে, এই তিথিতে সারা রাত জেগে লক্ষ্মীদেবীর আরাধনা করতে হয়৷ ঘর-বাড়ি পরিষ্কার করে পিটুলি বাটা দিয়ে আলপনা একে, নিষ্ঠা মেনে লক্ষ্মীদেবীর পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয়, দেবীর আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। হওয়া যায় ধন-সম্পত্তির অধিকারী। এমনকি অলক্ষ্মী গমন করে সাক্ষাৎ মা লক্ষ্মী অধিষ্ঠান করেন গৃহে। 

কোজাগরী শব্দটি এসেছে 'কে জাগতী' অর্থাৎ 'কে জেগে আছ' কথাটি থেকে। বলা হয়, যার বিষয়-সম্পত্তি কিছু নেই সে পাওয়ার আশায় জাগে। আর যার আছে, সে সেই বিষয়-আশয় না হারানোর আশায় জাগে। আর সারারাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পূজার বিশেষ আচার।

কথিত আছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন দেবী রাত্রে খোঁজ নেন-কে জেগে আছেন? যে জেগে অক্ষক্রীড়া করে, মা লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর