ইভিএম নিউজ ব্যুরো, ১৫ জুনঃ(Latest News) বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে ভয়াবহ আগুন। লেলিহানশিখা দেখে আতঙ্ক ছড়ায় বন্দরে। ফলে ব্যহত হয় উড়ান পরিষেবা। আগুন নিয়ন্ত্রনে আনতে প্রথমে আসে দুটি ইঞ্জিন। কিন্তু পরে আগুনের বীভৎসতা দেখে আরও আটটি ইঞ্জন আনা হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মাকাবিলা বাহিনীও।
জানা যায়, সিকিওরিটি চেকিংয়ের ঠিক পাশেই ঘটে এই অগ্নিকান্ড। রাত ৯ টা ২০ মিনিটে আগুন নজরে আসে ১৬ নম্বর কাউন্টারে।তবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। দৌড়াদৌড়ি শুরু করে দেন সকলেই। আতঙ্কে বাইরে বেরোনার জন্য সকলে চেষ্টা করতে থাকায় এয়ারপোর্টে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গোটা এয়ারপোর্টে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। ঘটনার জেরে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।
তবে খানিকক্ষণ বাদে নিয়ন্ত্রণে আসে আগুন। ইলেকট্রনিক ডিভাইসে আগুন ধরে যাওয়ায় পুরো এয়ারপোর্টের ইলেকট্রিক ওয়ারিং পরীক্ষা করে দেখা হচ্ছে, কোথাও কোনও অসুবিধা আছে কিনা। একই সঙ্গে চলছে কুলিং প্রক্রিয়া। বিমানবন্দরের ছাদ থেকে দেওয়া হয় জল। অগ্নিকাণ্ডের ঘটনার জেরে সাময়িক ভাবে বিপর্যস্ত উড়ান পরিষেবা। সিকিউরিটি চেকিংয়ে আগুন ধরে যাওয়ায় ব্যাহত হয় বোর্ডিং। ফলে বেশ কয়েকটি উড়ান নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি বলে খবর। তবে মাঝরাতে স্বাভাবিক হয়ে যায় পরিষেবা।(EVM News)