কলকাতা

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: ওয়াকফ: কমছে কলকাতার পুরকর আদায়

কলকাতা পুর এলাকায় যত ওয়াকফ সম্পত্তি আছে সেগুলি জমি জরিপ করে তৈরি করতে হবে রিপোর্ট। এমনই নির্দেশ দিয়েছিলো কলকাতা হাইকোর্ট। আর সেই কাজ করতে গিয়ে রীতিমতো জেরবার পুরসভার অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়ারদের। পুরসভার রাজস্য বিভাগের এক আধিকারিক জানান, শুধু কর আদায়ই তাদের কাজ নয়। সেই সঙ্গে ঠিকা জমিতে নতুন বাড়ি তৈরির বিপুল আবেদন জমে রয়েছে পুরসভায়। সেইসব আবেদনপত্র যাচাই করতে ও জমি দেখার বাড়তি কাজের দায়িত্ব পুরসভার রাজস্য বিভাগের হাতে রয়েছে। শহরের সমস্ত পুকুর জরিপের কাজও তাদেরই করতে হয়। তাদের দফতরে পর্যাপ্ত লোক নেই। তা সত্ত্বেও ওয়াকফ সম্পত্তি জরিপের কাজ করতে হচ্ছে।

তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর উত্থানের ইতিহাস জানলে চমকে যাবেন…

আর এইসব কাজের দেরি হওয়ায় বহু ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে। সম্পত্তি ফিরে পেতে ও জমি জরিপের কাজ দ্রুত শেষ করতে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন টিপু সুলতানের প্রপৌত্র মাইসোর ফ্যামিলি ওয়াকফ এস্টেটের সম্পাদক শাহিদ আলম। ওই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে ওই সম্পত্তি রক্ষায় গাফিলতির জন্য। উল্লেখ্য, বাম আমল থেকেই এ রাজ্যে ওয়াকফ কেলেঙ্কারি ব্যাপক আকার নেয়। টালিগঞ্জের সতিশ মুখারজি রোডে রয়েছে ১২ বিঘা সম্পত্তি। সেখানেই রয়েছে টিপুর উত্তরসূরিদের কবর। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সেই জমি জরিপ হয়নি। রাজস্য বিভাগের এক কর্তার অভিযোগ বহু ক্ষেত্রেই মোতয়াল্লি সহযোগিতার অভাবেই ওয়াকফ সম্পত্তি জরিপ করা যায়নি। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর