রাজীব ঘোষ, ২৩ সেপ্টেম্বর:এক সই তেই মিলবে লোন | কি এই সিগনেচার লোন?
আমরা সবাই মোটামুটি কমবেশি রকমারি লোনের কথা জানি। যেমন হোম লোন, পার্সোনাল লোন, কার লোন, গোল্ড লোন, প্রপার্টি লোন, অটো লোন সহ আরও একাধিক লোন। সুবিধা অনুযায়ী মানুষ তা নিয়েও থাকেন। কিন্তু প্রায় ৯৯% মানুষ জানেন না সিগনেচার লোন (Signature Loan) আসলে কি ধরনের লোন ও এই লোন কিভাবে পাওয়া যেতে পারে?সিগনেচার লোন শুধুমাত্র কোনও ব্যাক্তির একটা সইয়ের উপর নির্ভর করেই দিয়ে দেওয়া হয়। তার জন্য আর কোনও কিছুর প্রয়োজন হয় না। একবার জেনে নেওয়া যাক, সিগনেচার লোন আসলে কি?
অল্প সময়েও মিলবে মোটা অঙ্কের টাকা | জমা দিন এই ব্যাঙ্কে
প্রথমেই বলে রাখা দরকার যেকোনও ব্যাক্তির একটি সিগনেচারের ভিত্তিতেই এই সিগনেচার লোন দিয়ে থাকে ব্যাঙ্ক। এর জন্য ব্যাঙ্ক কোনো Collateral ছাড়াই লোন মঞ্জুর করে দেয়। সিগনেচার লোনকে “Good Faith” বা ক্যারেক্টার লোন বলা হয়। তবে এই লোনের ক্ষেত্রে সুদের হার অন্য সমস্ত লোনের তুলনায় বেশি হয়। কোনও Bank যদি কোনও ব্যাক্তিকে সিগনেচার লোন দেয়, তার আগে সেই ব্যাঙ্ক গ্রাহকের ক্রেডিট হিস্ট্রি চেক করে নেয়। ব্যাঙ্ক যখন মনে করে সেই ব্যাক্তির আয় যথেষ্ট অর্থাৎ খুব সহজেই ওই গ্রাহক ঋণ শোধ করে দিতে পারবেন, তখন লোন দেওয়া হয়। এমনও হয় ব্যাঙ্ক লোন দেওয়ার সময় একজন গ্যারান্টারের সিগনেচারও নিয়ে থাকে। তবে গ্যারান্টারকে তখনই ডাকা হয় যখন তিনি লোন ডিফল্ট করেন।
মাসে ১৮ হাজার টাকা রোজগারের সুযোগ
সিগনেচার লোন ব্যাঙ্ক মঞ্জুর করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে চলে আসে। আর এই ঋণ একবার শোধ করতে পারলে পরবর্তী ক্ষেত্রে এই লোন নেওয়ার জন্য কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় না। যে কোনও গ্রাহক তার নিজস্ব যে কোনও প্রয়োজনের জন্য সিগনেচার লোন নিতে পারেন। এক্ষেত্রে ব্যাঙ্ককে এই সিগনেচার লোন নেওয়ার জন্য কোনওরকম কোল্যাটোরাল জমা দিতে হয় না। ইভিএম নিউজ