ইভিএম নিউজ ব্যুরো, ৩০ এপ্রিলঃ ব্যস্ততম শহরে রাস্তা সবসময় লক্ষ্য দেওয়া বা সজাগ রাখা কর্মরত ট্রাফিক পুলিশদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কোন চালক ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে তা সঙ্গে সঙ্গে সেটি ধরা পড়ে ক্যামেরাই। এবার সেই ব্যবস্থাকে আরও মসৃণ করতে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ সাধারণ ক্যামেরায় যেটা ফাঁকি দিলেও সেটি ফাঁকি দেবে না এআই। অর্থাৎ তিল থেকে তাল হওয়ার আগেই খবর পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। আর এই অত্যাধুনিক প্রযুক্তি এবার যুক্ত হতে চলেছে দিল্লি পরিবহণ দফতরের সঙ্গে।
ই-চালান সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করবে এআই পরিচালিত এই ক্যামেরা। এই প্রসঙ্গে, দিল্লির একাধিক এন্ট্রি পয়েন্টে বসতে চলেছে এই ক্যামেরা। এই প্রসঙ্গে,পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, শুধুমাত্র দূষণ নিয়ন্ত্রণ নয়, এই ক্যামেরা অন্যান্য অপরাধও শনাক্ত করা যাবে। যানবাহনের নম্বর প্লেট পড়তে, গাড়ির মালিক এবং অন্যান্য তথ্যও শনাক্ত করতে সক্ষম এই এআই। পাশাপাশি গাড়িটির বৈধ PUCC অর্থাৎ (Pollution Under Control Certificates) আছে কিনা তাও ধরে ফেলতে পারবে এই এআই। পাশাপাশি, ই-চালান সিস্টেমের সঙ্গে সংযোগ থাকবে এআই ক্যামেরার।
পরিবেশগত ক্ষতিপূরণ সেসের সঙ্গেও এই তথ্য ভাগ করার পরিকল্পনা রয়েছে দিল্লি সরকারের। দিল্লিতে প্রবেশকারী বাণিজ্যিক যানবাহন থেকে এই সেস সংগ্রহ করা হয়।সংশ্লিষ্ট মহলের দাবি, এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
জানা গিয়েছে, নির্দিষ্ট একটি টেন্ডার বার করবে পরিবহণ দফতর। দিল্লির মূল ১৩ টি এন্ট্রি পয়েন্টে এই ক্যামেরা বসানোর কথা ভাবা হচ্ছে। প্রতিটি লেনে থাকবে ২ টি করে ক্যামেরা। এবং একটি গাড়ির নম্বর প্লেট যাচাই করবে অন্যটি ট্রাফিক আইন লঙ্ঘন করা হচ্ছে কি না এই ক্যামেরাগুলি যানবাহনটি কি ধরণের তা পরীক্ষা করবে এবং বিভিন্ন পোর্টালের সঙ্গে এআই ক্যামেরাগুলি সংগ্রহ করার কাজ চলছে বর্তমানে।(EVM News)