রাজীব ঘোষ, ৭ সেপ্টেম্বর: ইন্ডিয়া এবার ভারত! আর কোন কোন দেশের নাম বদলেছে? তীব্র বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। ইন্ডিয়া এবার বদলে হচ্ছে ভারত। G-20 শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অফ ভারত এই কথাটি লেখা ছিল। আর এরপর থেকেই শুরু হয় নতুন জল্পনা।
দেশের নাম বদল হতে চলেছে। সংবিধানে অবশ্য লেখা রয়েছে, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এদিকে লোকসভা নির্বাচনের দিকে নজর দিয়ে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস, আপ, তৃণমূল, সমাজবাদী পার্টি, আর জে ডি, জে ডি ইউ, এন সি পি, থেকে শুরু করে আরও বেশ কিছু দল INDIA নামকরণ দিয়ে জোট গঠন করে। বিরোধীদের বক্তব্য, সেই কারণেই মোদী সরকার এবার নাম বদলের সিদ্ধান্ত নিতে চলেছে। বিজেপির তরফে আবার দেশের ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরা হয়েছে। সে যাই হোক, এখন আসল কথা হচ্ছে ইন্ডিয়া বদলে ভারত হলে এটাই কি প্রথম কোনও দেশ? এর আগে বিশ্বের ইতিহাসে আর কোন কোন দেশের নাম বদল করা হয়েছে? এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, বেশ কিছু দেশের নাম এর আগে পরিবর্তিত হয়েছে। সেগুলি কোন কোন দেশ, একবার দেখে নেওয়া যাক।
বর্তমানে দেশের নাম নেদারল্যান্ডস (Netherlands) কিন্তু এর আগে ছিল হল্যান্ড। ডাচ সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বদল করার জন্যই এই পদক্ষেপ। নেদারল্যান্ড সরকার জানায়, মাদকের রমরমা, দেহ ব্যবসার কারণে ইউরোপের এই দেশের বদনাম শুরু হয়েছিল। তাই সেই ভাবমূর্তি বদলের জন্যই নাম বদলের ভাবনা।
চেখিয়া (Chekhia) হয়েছে চেক রিপাবলিক। ২০১৬ সাল থেকেই দুই নামেই এই দেশ পরিচিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়দের জার্সিতে দেশের বড় নাম লিখতে গিয়ে অসুবিধা হতো। দেশে তৈরি যেকোনও জিনিসপত্রের গায়েও এত বড় নাম লিখতে সমস্যা হচ্ছিল। তাই নাম বদল করা হয়েছে।
G-20 বৈঠক বসছে ভারত মন্ডপমে | কী রয়েছে এর অন্দরে?
ভারতের পূর্বের দেশের নাম ছিল বর্মা। বর্মি সম্প্রদায়ের মানুষই অধিকাংশ। সেনা নিয়ন্ত্রিত সরকার ক্ষমতায় আসে। গণতন্ত্রের দাবিতে বিদ্রোহ তৈরি হয়। ১৯৮৯ সালে সেনাকর্তারা দেশের নাম বদলে মায়ানমার (Myanmar) করেন।
দেশের নাম শ্রীলঙ্কা (Srilanka) তবে ভারতের দক্ষিণে এই ছোট্ট দেশের নাম ব্রিটিশরা রেখেছিল সিলোন। আগের ব্রিটিশ শাসকদের সেই চিহ্ন মুছে ফেলার জন্য ১৯৭২ সালে নাম হয়েছিল শ্রীলঙ্কা। ২০১১ সালে সরকারি কাগজপত্রে সিলোন নামটির ব্যবহার নিষিদ্ধ করা হয়।
প্রাচ্যের দেশ তুরস্ক। বদলাতে চলেছে সেই দেশের নামও। ২০২২ সালে রাষ্ট্রপুঞ্জকে এই দেশ জানায়, তাদের এবার থেকে যেন তুরকিয়ে (Turkey) নামে ডাকা হয়। এই দেশের সরকার জানায়, দেশের সংস্কৃতি, সভ্যতা, মূল্যবোধকে ভালোভাবে প্রকাশ করে এই নতুন তুরকিয়ে নাম। তাই নামের পরিবর্তন করা হচ্ছে।
কাম্পুচিয়া নাম বদলে হয় কম্বোডিয়া (Cambodia)। এই দেশের কমিউনিস্ট শাসকরা দেশকে কাম্পুচিয়া বলে অভিহিত করতেন। কিন্তু কমিউনিস্ট শাসনের অবসান হওয়ার পরে দেশের নাম সরকারিভাবে বদলে কম্বোডিয়া রাখা হয়।
দেশের নাম ছিল পারস্য (পার্সিয়া) সম্রাট রেজা শাহ ১৯৩৫ সালে ক্ষমতায় এসে দেশের নাম বদলে ইরান (Iran) রাখার সিদ্ধান্ত নেন। নতুন যুগের সূচনা হয়েছে তাই নাম বদল করা হয়েছে বলেই জানানো হয়েছিল। ইভিএম নিউজ